Question:ক. ঘনমিটার কিসের একক ? খ. একই রাশি পরিমাপে বিভিন্ন দেশে ভিন্ন একক ব্যবহারের অসুবিধা সৃষ্টি হয় কেন ? গ. উদ্দীপকের ‘’ নম্বর চিত্রের ক্ষেত্রে বস্তুটির আয়তন নির্ণয় কর । ঘ. উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে আয়তন নির্ণয় কর এবং আয়তন নির্ণয়ের দুটি পদ্ধতির সুবিধার তুলনামূলক বিশ্লেষণ কর । 

Answer ক. আয়তনের আন্তর্জাতিক একক ঘনমিটার । খ. কোনো দেশ থেকে কোনো ব্স্তু আনতে গেলে বা অন্য কোনো দেশে পাঠাতে গেলে যদি দুই দেশে একই একক ব্যবহার করা হয় তাহলে দুই দেশের এককের তুলনা করা অনেক কঠিন হয়ে পড়ে । ফলে মূল্য নির্ধারণে সমস্যায় পড়তে হয় । এজন্য বিভিন্ন একক ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয় । গ. উদ্দীপক দেওয়া আছে, নং চিত্রে বস্তুটির দৈঘ্য = ১.৫ সে.মি প্রস্থ = ১.২ সে.মি উচ্চতা = ২ সে.মি এখন যেহেতু বস্তুটি আয়তাকার তাই বস্তুটির আয়তন হবে, আয়তন = দৈঘ্য` xx` প্রস্থ` xx` উচ্চতা । বা, আয়তন `= (১.৫ xx ১.২ xx ২)` ঘন সে.মি বা, আয়তন = ৩.৬ ঘন সে.মি অতএব 'p' নং চিত্রের বস্তুটির আয়তন = ৩.৬ ঘন সে.মি ঘ. উদ্দীপকের 'Q' চিত্রের ক্ষেত্রে মাপচোঙ দেখানো হয়েছে । এক্ষেত্রে মাপচোঙ নিচে দাগাঙ্কিত রয়েছে ৮ সে.মি ও উপরে রয়েছে ১২ সে. মি । 

+ Report
Total Preview: 1479
k. ghnmitar kisher akok ? kh. aki rashi parimape bivenno deshe venno akok baboharer oshubidha shishti hoy ken ? g. udodipaker ‘’ nlmr chitrer kkhetre boshotutir ayotn nirony kar . gh. udodipaker chitrer kkhetre ayotn nirony kar abong ayotn nironyer duti padhtir shubidhar tulnamulk bisholeshn kar .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd