Question:৫. জীব বেচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে এবং এই খাদ্য তৈরি হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। উক্ত প্রকিয়াটি সংগৃহিত হয় উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড অঙ্গে। এই প্লাস্টিডের ভেতর এক বিশেষ ধরণের সেীরশক্তির সাহায্যে খাদ্য তৈরি হয়। ক. জীবনের কর্মচাঞ্ঝলের মূলে আছে কী? খ. পাতাকে সালোকসংশ্লেষণর প্রধান স্থানরুপে গণ্য করার ২টি কারণ লেখ। গ. সবুজ অঙ্গাণুটির গুরুত্ব ব্যাখ্যা কর। ঘ. সবুজ অঙ্গাণুটি উল্লিখিত বিশেষ শক্তি ছাড়া কোনো খাদ্য তৈরি করতে পারে না- বিশ্লেষণ কর। 

Answer ক. জীবনের কর্মচাঞ্ঝলের মূলে খাদ্য। খ. পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরুপে গণ্য করার ২টি কারণ হলো- i. পাতার কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। ii. পাতায় অসংখ্য পত্ররন্ধ থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজে ঘটে। গ. উদ্দিপক উল্লিখিত সবুজ অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্টিড। এই ক্লোরোপ্লাস্টিড সবুজ রঙ্গের ক্লোরোফিল অধিক পরিমাণে ধারণ করে। উদ্ভিদ এই ক্লোরোফিলের সাহায্যে সৃর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইড ও পানি বিক্রিয়া করে পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই খাদ্য উদ্ভিদ নিজে গ্রহণ করে বেচে থাকে এবং জীব জগতের জন্য দেহে সঞ্চয় করে রাখে। এই ক্লোরোফিল যদি থাকত তাহলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হতো না। ফলে জীবজগত খাদ্যের প্রভাবে ধ্বংস হয়ে যেত। তাই বলা যায় উদ্দীপকের সবুজ অঙ্গাণুটি গুরুত্ব অপরিসীম। ঘ. উদ্দীপকের সবুজ অঙ্গাণুটিতে উল্লিখিত বিশেষ শক্তিটি হলো সেীরশক্তি। এই সেীরশক্তি আসে সৃর্য থেকে। উদ্ভিদের সবুজ প্লাস্টিড সেীরশক্তি ছাড়া যে খাদ্য উৎপাদন করতে পারে না তা নিচে বিশ্লেষণ করা হলো- উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় বায়ুমন্ডল কার্বন ডাই-অক্সাইড পত্ররন্ধের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সৃর্যালোকের উপস্থিতিতে 

+ Report
Total Preview: 1266
৫. jibo beche thakar janno khadojgrhon kare abong ai khadojtoiri hoy shalokshongsholeshn prokriyayo. ukto prokiyati shonggrihit hoy udoveder patar shobujo ploashtiড onge. ai ploashtider bhেtr ak bishesh dhroner sheীroshaktir shahajje khadojtoiri hoyo. ka. jiboner karomochaঞঝler mule ache ki? kh. patake shalokshongsholeshnr prodhan shothanrupe ganjkarar ২ti karon lekh. ga. shobujo ongoanutir gurutto baakha karo. gh. shobujo ongoanuti ullikhit bishesh shakti chaড়a kono khadojtoiri karote pare na- bisholeshn karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd