Question:৫. শুক্রবার বিকালে আবির বন্ধুদের সাথে খেলতে গিয়ে মাঠে একটি ইট পড়ে থাকতে দেখে তা সরিয়ে দিল। আবির লক্ষ করল ইটের নিচের ঘাসগুলো ফ্যাকাসে হয়ে গেছে। কিন্তু তার চারপাশের ঘাস স্বাভাবিক সতেজ। বাসায় এসে বাবাকে কারণ জিজ্ঞাসা করলে তিনি ব্যাপারটা বুঝিয়ে দিলেন এবং বললেন সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বায়ুকে দুষণমুক্ত রাখে। ক. কোন রঙ্গের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়? খ. মূলে সালোকসংশ্লেষণ হয় না কেন? গ. আবিরের বাবা কিভাবে ব্যাপারটি বুঝিয়ে দিলেন? ব্যাখ্যা কর। ঘ. আবিরের বাবার সর্বশেষ উক্তিটি কি যথাযথ? যুক্তি দিয়ে বিশ্লেষণ কর। 

Answer ক. সবুজ রঙ্গের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়। খ. উদ্ভিদে মূলে সালোকসংশ্লেষণকারী রঞ্জক ক্লোরোফিল এবং সৃর্যালোক না থাকায় সালোকসংশ্লেষণ হয় না। উল্লেখ্য অর্কিডের বায়বীয় মূলে এবং গুলঞ্জের আত্তীকরণ মূলে ক্লোরোফিল থাকায় সালোকসংশ্লেষণ হয়। গ. আবিরের বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বর্ণণা করে মাঠের সবুজ ঘাস কিভাবে ফ্যাকাসে হয়ে গেল তা বুঝিয়ে দিলেন। সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সৃর্যালোকের উপস্থিতে বায়ুমন্ডল কার্বন ডাই অক্সাইড ও মাটিস্থ পানির সাহায্যে শর্করা খাদ্য তৈরি করে। সবুজ প্লাস্টিড এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভৃমিকা পালন করে। কিন্তু দীর্ঘ সময় সৃর্যালোকের অনুপস্থিতিতে সবুজ প্লাস্টিড বা ক্লোরোফিল লিউক্লোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিডে পরিণত হয়। এই কারণে দীর্ঘদিন ইটের নিচে চাপা পড়ে থাকায় ঘাসগুলো সৃর্যালোকের খাদ্য তৈরি করতে পারেনি। ফলে বর্ণহীন হয়ে যায়। কিন্তু সৃর্যালোকে তার পাশের ঘাস স্বাভাবিক সতেজ রয়েছে যেহেতু তারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পেরেছে। ঘ. আবিরের বাবার সর্বশেষ উক্তি সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি বায়ুকে দুষণমুক্ত রাখে যথার্থ। সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদের ক্লোরোফিল সৃর্যালোকের উপস্থিতিতে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড ও মূল্যরোম দ্বারা শোষিত পানির সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়। শ্বসন প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য ভেঙ্গে শক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়। উদ্ভিদ ও প্রাণীর বেচে থাকরা জন্য অত্যাবশকীয় উপাদান হচ্ছে অক্সিজেন। উদ্ভিদ ও প্রাণী শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তা যদি উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার না করত তবে বায়ুমন্ডল দূষিত হয়ে যেত এবং পৃথিবী আমাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ত। উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যাচ্ছে, উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে বায়ুমন্ডলকে দুষণমুক্ত করে আমাদের বসবাসের উপযোগী করে তুলেছে। তাই আবিরের বাবার উক্তিটি যথার্থ। 

+ Report
Total Preview: 986
৫. shucrbar bikale abir bondhuder shathe khelte giye mathে akti it paড়ে thakte dekhe ta shoriye dil. abir lkh karol iter nicher ghashogulo phojoakashe hoye geche. kintu tar charopasher ghasho shobavabik shotejo. bashay ashe babake karon giggasha karole tini baaparota buziye dilen abong bollen shalokshongsholeshn prokriyati bayoুke dushnmukto rakhe. ka. kon ronger ploashtiড shalokshongsholeshne ongsho neyo? kh. mule shalokshongsholeshn hoy na ken? ga. abirer baba kivabe baaparoti buziye dilen? baakha karo. gh. abirer babar shoroboshesh uktiti ki jothajotho? jukti diye bisholeshn karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd