Question:৮. গ্রামের দরিদ্র কৃষক ‍সিরাজ মিয়া গরমের সময় কাজের ফাকে বিশ্রাম নেওয়ার জন্য তার জমির পাশের বটগাছের নিচের বিশ্রাম নেন। ক. সালোকসংশ্লেষণ কী? খ. কচি কান্ডের সালোকসংশ্লেষণ ঘটে ব্যাখ্যা কর। গ. সিরাজ মিয়ার গাছের নিচে বিশ্রাম নেওয়ার কারণ ব্যাখ্যা কর। ঘ. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার উপর নির্ভর করে সমগ্র জীবজগত টিকে আছে - উক্তিটি ব্যাখ্যা কর। 

Answer ক. যে প্রক্রিয়ায় সৃর্যের আলোয় সবুজ উদ্ভিদ তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে। খ. সালোকসংশ্লেষণ ঘটে প্রধাণত উদ্ভিদের সবুচ অঙ্গ। উদ্ভিদের যে অঙ্গে ক্লোরোপ্লাস্ট থাকে সে অঙ্গ সবুজ হয়, তাই অন্যভাবে বলা যায়, উদ্ভিদের কচি কান্ডে ও ক্লোরোপ্লাস্ট এর উপস্থিতির জন্যই সালোকসংশ্লেষণ ঘটে। গ. সিরাজ মিয়ার গাছের নিচে বিশ্রাম নেওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা হলো- সিরাজ মিয়া গরমে কাজ করতে গিয়ে শ্রান্ত ও কান্ত । গরমে মানুষের শরীর থেকে ঘামের লবণ ও পানি বেরিয়ে যায়া। এই সময় দেহে প্রচুর শক্তি খরচ হয়। অপরদিকে গাছের ছায়া শরীরকে সৃর্যের তাপের ক্ষতিকর ভায়োলেট (UV) রশ্নি থেকে বাচায়। গাচের নির্মল বাতাসে O2 থাকে যা মানুষের জীবনের জন্য অত্যাবশক। সিরাজ ‍মিয়া গাছের নিচে বসলে O2 গ্রহণ করতে পারবে যার ফলে তার শ্বাস-প্রশ্বাস সহজ হয়। গরমে কাজের ফলে শ্বসন হার বাড়ার কারণে তার দেহে যে O2 এর প্রয়োজন বেড়ে যায় সেটি পূরণ হতে গাছ সাহায্য করবে। এসব কারণে সিরাজ মিয়া গাছের নিচে বিশ্রাম নিল। 

+ Report
Total Preview: 1559
৮. gramer doridra krishk ‍shirajo miya garomer shomoy kajer fake bisroamo neoyar janno tar jamir pasher botgacher nicher bisroamo nen. ka. shalokshongsholeshn ki? kh. kachi kandoেr shalokshongsholeshn ghte baakha karo. ga. shirajo miyar gacher niche bisroamo neoyar karon baakha karo. gh. udoveder khadojtoirir prokriyar upar nirvr kare shomogr jibojogt tike ache - uktiti baakha karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd