পথ চলতে চলতে আজ যখন ক্লান্ত' আতপ্ত প্রখর রোদের দাবদাহে মন যখন চাইছে ঘণ কালো আকাশ আঁধার করা মেঘের রাজ্য,রংধনুর সাত রঙে প্রাণবন্ত হয়ে উঠতে -----ঠিক এমনই এক মুহূর্তে দেখা হল সেই পুরোনো অতি পরিচিত "হৈম" এর সাথে। বৃষ্টি রিমঝিম! নামলো আকাশ দু'হাতে! আধো আলো-অন্ধকারে পথ না জানা পথের পাশে সিক্ত ঘাসের উপর কখন যে বসে পড়েছি টের ই পাইনি!
হয়তো জীবনের সবুজ সোনালী স্বপ্নগুলো আজ বাস্তবতার নিকষকালো অন্ধকারের অতলপুরীতে, ভোরের রাঙা প্রভা অন্ধকারে মেঘে ঢেকে গেছে, থেমে গেছে স্বপ্নদেখা এক জীবনের বাঁকে---তবুও আজ গিটারের টুংটাং আওয়াজে হারিয়েছি প্রাণ সুরের মূর্ছণায় বন্ধু তোরই সাথে, এক পলকে নিমিষেই হারিয়েছি পুরোনো দিনের তালে,মন হাটি-হাটি-পা-পা করে বলছে চলোনা ঘুরে আসি অজানা তে ---দশ বছর আগে ফেলে আসা সেই পুরোনো পথের বাঁকে! গরম গরম এক চুমুক চায়ের কাপে বৃষ্টির জল
যেন দুই দিগন্তের ছুঁয়েছে দুই রেখা! দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো।
বন্ধু, আর কি হবে দেখা?
বৃষ্টির জলে স্নান করা সজল এলোচুলে চোখের জল বৃষ্টির পানিতে মিলে মিশে একাকার। বলে গেলো------------
"ভালোবাসা ভালোবাসে তাকে ভালোবেসে ভালোবাসায় বেধে যে রাখে........ভালোবাসি দূ..র নীল নীলিমা,সারঙের তান, ভালোবাসি গোধুলী বেলার সোনার রেখা....সোনার আলোয় আলোকিত করেছো....জানি সে তো আমার নয়....জানি
সে তো আমার নয়...তবুও ভালোবাসি...ভালোবাসি...ভালোবাসি...সময় হবে কি তোমার!"
চোখের জল ফুলেফেঁপে বড় হয়ে হৃদয়ে আঘাত হানে সমুদ্রের গর্জন,বন্ধু চলে যাসনে! মন চাইছে নিষ্ঠুর সময়ের পায়ে শিকল পরিয়ে বলি "একটু দাঁড়া"। বৃষ্টি, তুমি থেমে যেওনা--রাতের নিয়ন আলোয় আমার কান্না-ভেজা চোখ দেখে ওরা সবাই যে হেসে ফেলবে!!
------------
A FRIEND IS a person WHO goes around
saying nice things BEHIND your back!
Comments 1