Home  • Online Tips • Recipe

চিকেন কর্ণ সুপ

উপকরণ-মোরগের-মাংস-১-২ উপকরণ:
মোরগের মাংস ১/২ কাপ স্বাদ লবন ১১/২ চা. চা
ডিম, ফেটানো ২টা চিনি ১.৫ চা. চা
করণফ্লাওয়ার ২টে.চা লবণ ১.৫ চা. চা
এ্যারারুট ২টে.চা সুইট করণ ১.৫ চা. চা
প্রণালি : ১। মোরগের হাড় থেকে মাংস ছাড়িয়ে হাড়গুলি ২ লিটার পানিতে ২ঘন্টা সিদ্ধ কর। ছেঁকে ১লিটার স্টক মেপে নাও। স্টক তৈরি না করে চিকেন কিউব ব্যবহার করা যায়। ২। মাংস, ছোট কুচি কর অথবা মেশিনে কিমা কর। ৩। মাংস, লবণ, স্বাদলবণ, চিনি এবং সুইট করণ একসাথে মিশাও। ৪। এ্যারারুট ও করণফ্লাওয়ার স্টকে গুলে নাও। মাংস দিয়ে মিশাও। উনুনে দিয়ে নাড়তে থাক। ফুটে উঠার ১-২ মিনিট পরে সুপ ঘন হয়ে আসলে ফেটানো ডিম ধীরে ধীরে দিয়ে হালকা হাতে নাড়তে থাক। ডিম দেওয়া শেষ হলে উনুন থেকে নামাও। —————————– সিদ্দিকা কবীর রান্না খাদ্য পুষ্টি

Comments 0


Share

About Author
Zinia Islam
Copyright © 2024. Powered by Intellect Software Ltd