Home  • General Knowledge • Bangladesh

বিসিএস ,ব্যাংক ও অন্যান্য জবের জন্য – সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স এর টুকিটাকি

১-২০১৬-সালের-ict-উন্নয়ন ১। ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে শীর্ষ দেশ –দক্ষিণ কোরিয়া ২। ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ – শাদ ৩। ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৪ তম ৪। ২০১৬ সালের সুখী দেশের তালিকায় সবচেয়ে সুখী দেশ- কোস্টারিকা ৫। ২০১৬ সালের সুখী দেশের তালিকায় সবচেয়ে অসুখী দেশ- শাদ ৬। ২০১৬ সালের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮ম ৭।২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ –সুইজারল্যান্ড ৮।২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ –ইয়েমেন ৯। ২০১৬ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান -১১৭ তম ১০। রিও অলিম্পিকে দ্রুততম মানবী কে? – এলেইন থম্পসন ( জ্যামাইকা) ১১। অমিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পদক(২৮টি) জয়ী কে?- মাইকেল ফেল্পস ১২।অলিম্পিকে মাইকেল ফেল্পস কতটি স্বর্ণপদক জয় করেন?- ২৩ টি ১৩। অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক (১৩টি) পদক জয়ী কে?- মাইকেল ফেল্পস ১৪। রিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয়ী কে?- ভার্জিনিয়া থারেসা ( যুক্তরাষ্ট্র) ১৫। অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশী বয়সে স্বর্ণজয়ী সাঁতারু কে ? – অ্যান্থনি ইরভিন ১৬। ১১৮ তম মৌলের নাম কি?- অগ্যানিসন (Og) ১৭। বিশ্বের আবিষ্কৃত এবং স্বীকৃত মৌল বা মৌলিক পদার্থের সংখ্যা কত?- ১১৮ টি ১৮। “From Rebel to Founding FatherConfusedheikh Mujibur Rahman” গ্রন্থটির রচয়িতা কে?- সৈয়দ বদরুল আহসান ২০।অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (OECD) এর বর্তমান সদস্যসংখ্যা- ৩৫টি ( ৯ সেপ্টেম্বর ২০১৬ এর তথ্য মতে) ২১। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (OECD) এর ৩৫তম সদস্যপদ প্রাপ্ত দেশ কোনটি- লাটভিয়া ২২। দেশের প্রথম আট (৮)লেনের মহাসড়ক কোনটি? – যাত্রাবাড়ি- কাঁচপুর ২৩।দেশের প্রথম আট (৮) লেনের মহাসড়কের দৈর্ঘ্য -৭.৫ (কিঃমিঃ) প্রায় ২৪। দেশের প্রথম চার (৪) লেন এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ্য -৫৫ কিঃমিঃ ২৫। বাংলাদেশ ঔষধ রপ্তানী শুরু করে- ১৯৯২ সালে ২৬। বর্তমানে সর্বাধিক ঔষধ রপ্তানী হয়- মিয়ানমার ২৭। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA ) এর কার্যালয় কোথায়-ঢাকা ২৮। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA ) এর চেয়ারম্যান – প্রধানমন্ত্রী ২৯।যুক্তরাষ্ট্রে প্রথম ঔষধ রপ্তানী শুরু করে – বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ ৩০।মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস “শ্বেতপদ্ম” গ্রন্থটির রচয়িতা কে?- তাবারক হোসেন ৩১। বর্তমানে আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি -( ৯ সেপ্টেম্বর ২০১৬ এর তথ্য মতে)-দক্ষিণ আফ্রিকা ৩২। ২০২০ সালে ৩২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিওতে ৩২। “বাংলার বাঘিনী” নামে খ্যাত মার্গারিটা মামুনের পৈতৃক বাড়ি রাজশাহী জেলায় ৩২। মার্গারিটা মামুন স্বর্ণ জয় করেন রিদমিক জিমন্যাস্টিকে ৩৩। বাংলাদেশের তৃতীয় বাণিজ্যিক সমুদ্রবন্দর পায়রা –যাত্রা শুরু করে ১৩ আগস্ট ২০১৬ তে ৩৪। সরকারি ও বেসরকার অংশীদারিত্ব (PPP) দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে সিরাজগঞ্জে, এটি দ্বৈত জ্বালানীতে চালিত (গ্যাস ও ডিজেল)

Comments 2


Thanks Onkgolo information jante parlam
Thanks for update information
About Author
Zinia Islam
Copyright © 2024. Powered by Intellect Software Ltd