Home  • Online Tips • Computer

আপনাকে ওয়েবসাইটে গিয়ে আপডেট যানতে হবে না, ওয়েবসাইট আপনাকে আপডেট যানাবে! আর.এস.এস (RSS) ফিড ব্যাবহার করে আপডেট নিন

আপনি-যে-ওয়েবসাইটের-rss-ফিড আপনি যে ওয়েবসাইটের RSS ফিড ব্যবহার করবেন সেই ওয়াবসাইট আপনাকে তাদের সব গুরুত্তপূর্ণ খবরের হেডলাইন জানিয়ে দিবে। সেখানে একটি লিঙ্ক থাকে, খবরটি আপনার জন্য প্রয়োজনিয় হলে আপনি সেই লিঙ্ক ধরে মূল ওয়েবসাইটের সেই পেইজে ঢুকে সম্পুর্ণ খবর পড়তে পারবেন। ফলে আপনার ওয়েবপেইজ ব্রাউজিং এর জন্য যে সময় লাগত তা বেঁচে যাবে। যারা লিমিটেড ইন্টারনেট পেক্যাজ ব্যবহার করেন (যেখানে ব্যবহারের পরিমান নির্দিষ্ট করা থাকে) তাদের জন্য RSS ব্যবহার আরো ফলপ্রসু, কারন RSS update হতে ইন্টারনেট ডাটা ব্যবহার হয় খুবি কম। তারপর, আপনি যদি সময়ের অভাবে কোন দিনের খবর/আপডেট গুলো দেখতে না পারেন, তবে সেগুলো আপনাকে unread নিউজ হিসাবে দেখাবে। আপনি পরে সময় মত সেগুলো দেখে নিতে পারবেন।

Comments 3


Thumbs up
fata fati!
thanks sise
About Author
Zinia Islam
Copyright © 2024. Powered by Intellect Software Ltd