প্রতিদিনের বিভিন্ন কাজে সরকারি অনেক ফরমের প্রয়োজন হয়। তবে এসব ফরম সংগ্রহ অনেকসময় কঠিন হয়ে পড়তে পারে। তবে প্রযুক্তির সহায়তায় সরকারি সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে একটি ওয়েবসাইট থেকেই সব ধরনের সরকারি ফরম সংগ্রহের সুযোগ করে দেওয়া হয়েছে। ফরমস ডট গভ ডটবিডি (http://forms.gov.bd) ঠিকানার ওয়েবসাইটে গেলেই পাবেন সব ধরনের সরকারি ফরম। এর আগেও এই সাইট চালু থাকলেও নতুন নতুন সব ফরমকে অন্তর্ভুক্ত করে নতুন করে ডিজাইন করা হয়েছে এই ওয়েবসাইটকে।
ক্যাটাগরি এবং দপ্তর অনুযায়ী এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে প্রয়োজনীয় সব ফরম। জন্ম নিবন্ধন থেকে শুরু করে পাসপোর্ট, আয়কর—সব ধরনের ফরমই পাওয়া যাবে এই ওয়েবসাইটে। মোট ৪৪৯টি সরকারি ফরম রয়েছে এই সাইটে।
Comments 0