Home  • News • Weather News

ইজরায়েল রাষ্ট্রের সীমানা বৃদ্ধি ................

দ্বিতীয়-বিশ্বযুদ্ধের-আগে-ইজরায়েল-নামকদ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইজরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিলনা। মুসলিম প্রধান ঐ অঞ্চলে গুটিকয়েক ইহুদী বাস করত; যারা তৎকালে বেশ নিরাপদে ছিল এবং মুসলিমদের সাথে ভালোই সহাবস্থানে ছিল। এরপর শুরু হয় পশ্চিমাদের চক্রান্ত। জার্মানিতে যখন ইহুদীরা হিটলারের হাতে নির্মম নির্বিচার হত্যাকান্ডের শিকার হয়, তখন বিশ্বনেতারা তাদের জন্য পৃথক রাষ্ট্রের প্রয়োজন অনুভব করেন। স্থান ঠিক করা হয় বর্তমান ফিলিস্তিন অঞ্চলে। এরপর ইউরোপ সহ সারা বিশ্ব থেকে ইহুদীদের সেখানে অনেকটা জোরপূর্বক জড়ো করা হয়। প্রথম দিকে ইজরায়েল রাষ্ট্রের সীমানা অনেক ছোট ছিল। ধীরে ধীরে তারা জনসংখ্যা এবং সীমানা বৃদ্ধি করে বর্তমান অবস্থায় পৌঁছেছে

Comments 0


About Author
Arif  Mainuddin
Copyright © 2024. Powered by Intellect Software Ltd