Home  • News • Sports News

বিশ্বকাপ ট্রফি ঢাকায়

আইসিসি-২০১৫-ক্রিকেট-বিশ্বকাপের-ট্রফিআইসিসি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। এক দিনের প্রদর্শনীর জন্য বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ঢাকায় পৌঁছেছে এই ট্রফি। বিসিবির মিডিয়ার ম্যানেজার রাবিব ইমাম বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, শুক্রবার এক দিনের প্রদর্শনী শেষে ট্রফিটি ফিরিয়ে নেয়া হবে। এর আগে সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ট্রফির ফটোসেশন হবে। এরপর সাধারণ দর্শকদের জন্য ট্রফি নেয়া হবে বসুন্ধরায়। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত পান্থপথের বসুন্ধরা শপিং মলের নীচতলায় রাখা হবে বিশ্বকাপ এই ট্রফিটি। আট ঘণ্টা সময় সাধারণ দর্শকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপে অংশ নেয়া সব দেশেই নেয়া হচ্ছে ট্রফিটি।

Comments 4


ha ha ha
trophy paiya ki Mahabub bhai er Mal er khobor nite vule gasen
kiser mal vai?????????
oi je koner oi mal ta. Jar jonno jibon joubon dite pare sei mal
About Author
Arif  Mainuddin
Copyright © 2024. Powered by Intellect Software Ltd