খবর > খেলা > মেসি, নেইমারে মুগ্ধ এনরিকে
মেসি, নেইমারে মুগ্ধ এনরিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2015-02-02 17:39:59.0 BdST Updated: 2015-02-03 20:45:50.0 BdST
Previous Next
ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের আনন্দে উচ্ছ্বসিত লুইস এনরিকে। আক্রমণভাগের তিন তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন বার্সেলোনা কোচ।
Print Friendly and PDF
0
0
583
Related Stories
মেসি, নেইমারে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
2015-02-02 04:13:05.0
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কোচের উচ্ছ্বাসটা মূলত লিওনেল মেসিকে ঘিরে ছিল। তার মতে, ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক যত বেশি বলে পা ছোঁয়াবে, দলের জন্য ততই মঙ্গল।
রোববার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে দুই দুইবার পিছিয়ে পড়েও ৩-২ গোলে জেতে বার্সেলোনা। কাতালুনিয়াদের পক্ষে একটি করে গোল করেন মেসি, নেইমার ও রাফিনিয়া।
সব ধরণের প্রতিযোগিতায় টানা ১৮ ম্যাচ ধরে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে কাম্প নউতে খেলতে নামা ভিয়ারিয়াল ৩০তম মিনিটে এগিয়ে যায়। বিরতিতে যাওয়ার ঠিক আগে নেইমারের গোলে সমতায় ফেরে বার্সেলোনা।
৫১তম মিনিটে ফের পিছিয়ে পড়লেও দুই মিনিট পরেই রাফিনিয়ার গোলে আবার সমতায় ফেরে বার্সেলোনা। আর তার দুই মিনিট পর মেসি ঝলকে জয় পায় স্বাগতিকরা। ডি বক্সের বাইরে বল পায়ে একটু আড়াআড়ি দৌড়ে ডান পায়ের শটে চমৎকার গোলটি করেন তিনি।
টানা চারবারের বর্ষসেরা তারকার অমন নৈপুণ্যের পর তার প্রশংসায় এনরিকে বলেন, "সে এতটাই শক্তিশালী যে আক্রমণের সময় ঘোরাফেরার স্বাধীনতা আছে তার।"
লা লিগায় মেসির গোল হলো ২২টি। আর নেইমারের গোলটা ছিল লিগে তার পঞ্চদশ গোল।
সেরা দুই তারকার প্রশংসায় এনরিকে বলেন, "এমন দারুণ প্লেমেকার পাওয়াটা আমাদের জন্য আনন্দের ব্যাপার।"
এই ম্যাচে গোল করার বেশ কয়েকটা সুযোগ পেলেও একটাও কাজে লাগাতে পারেননি সুয়ারেস। তাছাড়া লিভারপুল থেকে এই মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে এখনও জ্বলে উঠতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকার। তবে তাতে চিন্তিত নন এনরিকে।
তার মতে, খুব শীঘ্রই অনেক গোল করা শুরু করবেন সুয়ারেস।
Comments 0