Home  • News • Sports News

কোচের ভরসা সাকিব

বিশ্বকাপে-নিজেদের-প্রথম-ম্যাচের-আগেবিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের কাছে নিজের চাওয়াটা জানালেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ কোচের আশা, দলে মূল ভূমিকা নেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।ক্যানবেরায় বুধবার আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। লক্ষ্য পূরণে সাকিবের কাছে নিজের চাওয়াটাও জানিয়ে দেন তিনি। “আমার প্রত্যাশা, সে (সাকিব) ভালো পারফরম করবে এবং দলের মূল ভুমিকাটা নেবে। আশা করি, সে আমাদের সামনে থেকে নেতৃত্ব দেবে।” ব্যাটে-বলে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন সাকিব। ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি (৩ হাজার ৯৭৭); আর মাত্র ২৩ রান হলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বল হাতেও ধারাবাহিক সাকিব। এ পর্যন্ত খেলা ১৪১ ম্যাচে ১৮২ উইকেট নিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। বর্তমানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডারও সাকিব। তাছাড়া বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলার কারণে অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে তার। বিগ ব্যাশে ব্যাটে-বলে আলো ছড়ানোয় এই অলরাউন্ডারের কাছে কোচের চাওয়াটা আরো বেড়েছে। “আমি মনে করি, একটু হলেও মেলবোর্ন রেনেগেইডসে তার খেলা আপনারা দেখেছেন। সে বিস্ফোরক ব্যাটসম্যান এবং চতুর বোলার।” সাকিব ছাড়াও বাংলাদেশ দলে অভিজ্ঞ খেলোয়াড়ের কমতি নেই। ব্যাটিং লাইনআপে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, বোলিং লাইনআপে মাশরাফির মতো অভিজ্ঞ তারকা আছেন। আবার মুমিনুল হক, নাসির হোসেন, আল-আমিন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলামের মতো তরুণরাও আছেন হাথুরুসিংহের দলে। কোচ অবশ্য অভিজ্ঞদের পাশাপাশি তরুণ শিষ্যরা বিশ্বকাপে কেমন করে, সেটা দেখার অপেক্ষায় আছেন। “আমাদের দলে কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। কোনো সন্দেহ নেই, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আছে এ দলে। এমনকি তরুণ যারা আছে, তারা বড় মঞ্চে কেমন করে সেটাও দেখার অপেক্ষায় আছি।”

Comments 1


Nice..
About Author
Faruk Hossain Topu
Copyright © 2024. Powered by Intellect Software Ltd