জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে খুলনা বিভাগ। দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগকে হারিয়েছে তারা।
Print Friendly and PDF
0
0
61
বুধবার ইমরুল কায়েসের শতক ও জিয়াউর রহমানের অর্ধশতকে বরিশালকে ৬ উইকেটে হারায় খুলনা। প্রথম ইনিংসেও শতক করা ইমরুল হয়েছেন ম্যাচ সেরা।
বিকেএসপির দুই নম্বর মাঠে ৪ উইকেটে ৩৪৩ রান নিয়ে খেলা শুরু করে বরিশাল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫৯ রান যোগ করেই শেষ ৬ উইকেট হারিয়ে ৪০২ রানে অলআউট হয়ে যায় তারা।
খুলনার রবিউল ইসলাম রবি, মুরাদ খান ও আব্দুর রাজ্জাক তিনটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ২৭১ রান করে বরিশাল। জবাবে প্রথম ইনিংসে ৩৯০ রান করে খুলনা। তাই জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্য পায় তারা।
মাত্র ২৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে শুরুটা ভালো হয়নি খুলনার। তবে তুষার ইমরান (২০), মোহাম্মদ মিঠুনকে (৪৬) সঙ্গে নিয়ে দলকে এগিয়ে যেতে থাকেন ইমরুল।
এক সময়ে ৪ উইকেটে খুলনার সংগ্রহ ছিল ১৬৫ রান। সেখান থেকে দলকে দারুণ জয় এনে দেয়ার কৃতিত্ব ইমরুল, জিয়ার। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মাত্র ৬১ বলে ১২৭ রানের জুটি গড়েন এই দুই জনে।
প্রথম ইনিংসে ১৬৬ রান করা ইমরুল এবার অপরাজিত থাকেন ১২৭ রানে। তার ১৮৩ বলের ইনিংসটি ৯টি চার ও ৪টি ছক্কায় গড়া।
৬৫ রানে অপরাজিত থাকেন জিয়া। তার ৩১ বলের ইনিংসটি ২টি চার ও ৭টি ছক্কা সমৃদ্ধ।
সোহাগ ৩ উইকেট নেন ১০৯ রানে।
Comments 0