বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের একমাত্র গোলটি করেন নাসিরউদ্দিন চৌধূরী। ৩৯তম মিনিটের গোলটিই শেষ পর্যন্ত স্বাগতিকদের জয় এনে দেয়।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামী রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।প্রথমার্ধেই প্রত্যাশিত গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায়ক মামুনুল ইসলামের কর্নার থেকে আলতো টোকায় থাইল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন নাসিরউদ্দিন। ১-০ স্কোরলাইন ধরে রেখে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে নিজেদের জাল অক্ষত রেখে প্রথমবারের মতো গোল্ড কাপের ফাইনালে খেলা নিশ্চিত করে বাংলাদেশ
Comments 0