Home  • Story, Tales & Poem • Fiction

দ্বিধা

ধরে-নিলাম-নীতিগত-ভাবেTopu ধরে নিলাম, নীতিগত ভাবে আপনি সৎ... তবুও এমন কী হয় না... এক সময় হঠাৎ মানুষটাকে আর ভাল লাগছে না... ! তার হাত ধরে আনন্দ পাচ্ছেন না... একসাথে রিক্সায় ঘুরে ভাল লাগছে না... কথা বলতে ইচ্ছে করে না ; মনে হয় সব বলা হয়ে গেছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করে না; তাকিয়ে থাকার আর কিছু নেই। তার চেহারা আপনার মুকস্ত। ইম্প্রেস করতে ইচ্ছে করে না ; সে এমনিতেই দিন রাত আপনাকে নিয়ে আছে। ইম্প্রেস করার কিছু নেই। আগে যখন লং ড্রাইভে যেতেন তখন গাড়িতে কম ভলিউমে বাজত মহিনের ঘোড়াগুলি। মিরর গ্লাস তার দিকে সেট করা রাখা হত ; যেন ড্রাইভিং সীটে বসে সহজেই তাকে দেখা যায়... কী চমৎকার ছিল দিন গুলো... ইচ্ছে করে না , কোন অপরাধে না , কোন কারণ ছাড়াই মানুষটার প্রতি আবেগ ভোতা হয়ে গেছে... একদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন অন্য কাউকে আপনার ভাল লাগছে। কী করবেন আপনি ? 'ভাল লাগার' ব্যাপারটি তো আর প্লেনিং করে করেন নি.... !!! কাউকে আর ভাল না লাগলে আপনার কী করার আছে ? অন্য কাউকে ভাল লাগলে আপনার দোষ কেন হবে ??? .........এই সময়টাতেই আমরা সব থেকে বড় ভুলটা করে ফেলি... আমাদের মনে থাকে না, যে মানুষটিকে আজ হঠাৎ খুব ভাল লাগছে... সে মানুষটিও একদিন পুরনো হবে। তার চেহারাও একদিন মুকস্ত হবে !! শীতে কেঁপে কেঁপে তার সাথে নৌকা বাইতে আজ যেরকম ভাল লাগছে ; ঠিক এইরকম ভালই লেগেছিল কয়েক বছর আগে ছেড়ে যাওয়া মানুষটার প্রতি... মোহ জিনিসটা বেশি দিন থাকে না... সৌন্দর্য যদি ভালবাসার মূল উৎস হত তাহলে জগতের কোন বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে ভালবাসতে পারত না... টাকা পয়সা যদি মূল উৎস হত তাহলে পৃথিবীতে কোন মেয়ে কোন মধ্যবিত্তকে মন থেকে ভালবাসতে পারত না... মানুষটিকে সম্পূর্ণ পাবার পর আমাদের মাথায় থাকে না ; এই মানুষটিকে ছাড়াই একদিন আপনি অসম্পূর্ণ ছিলেন... পেয়ে যাবার পর আমরা ভুলে যাই , কাছের মানুষটিকে আইরন করে রাখতে হয়... শোবার সময় বালিশের পাশে রাখতে হয়। ...মাঝে মাঝে অবাক বিস্ময়ে বলতে হয় ; ''ও আল্লাহ ! তোমাকে কী যেএএএ সুন্দর লাগতেছে !! আচ্ছা এখানে কাঁদার কী হল !! আরে এত ভাল কেন তুমি'' ?

Comments 3


):
:-)
────(♥)(♥)(♥)────(♥)(♥)(♥) _
──(♥)██████(♥)(♥)██████(♥)
─(♥)████████(♥)████████(♥)
─(♥)██████████████████(♥)
──(♥)████████████████(♥)
────(♥)████████████(♥) __
──────(♥)████████(♥)
────────(♥)████(♥) __
─────────(♥)██(♥)
───────────(♥) __
About Author
Faruk Hossain Topu
Copyright © 2024. Powered by Intellect Software Ltd