1. Question: কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?

    A
    কম্পিউটার

    B
    ল্যান্ডফোন

    C
    মোবাইল ফোন

    D
    অপটিক্যাল ফাইবার

    Note: - তথ্য দেওয়া নেওয়া কিংবা বাঁচিয়ে রাখার যে প্রযুক্তি সেটােই হচ্ছে- তথ্য প্রযুক্তি। - তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়- চীনাদের কাগজ আবিষ্কারের পর। - সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে-বেতাার আবিষ্কারের পর।
    1. Report
  2. Question: কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?

    A
    কম্পিউটার

    B
    ইন্টারনেট

    C
    ল্যান্ডফোন

    D
    মোবাইল ফোন

    Note: - গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামে বাস্তবে পাশাপাশি না থাকলেও ‘কার্যত’ আমরা সবািই পাশাপাশি- ইন্টারনেটের কারণে। - গ্লোবাল ভিলেজের ধারণা প্রতিষ্ঠিত হবার কারণ- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষ।
    1. Report
  3. Question: এটিএম কার্ড-এর ব্যবহারের ক্ষেত্র কোনটি?

    A
    প্রচার ও গণমাধ্যম

    B
    প্রকাশনা

    C
    বিনোদন

    D
    ব্যাংকিং

    Note: - ATM এর পূর্ণরূপ হলো- Automated Teller Machine. - ২৪ ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যাচ্ছে- ATM প্রযুক্তির মাধ্যমে। - ATM সুবিধা ছাড়াও ইদানিং ব্যাংকিং সেবা আরও সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে- মোবাইল ফোন।
    1. Report
  4. Question: যোগাযোগ সহজ করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

    A
    ডিজিটাল ক্যামেরা

    B
    সিসি টিভি

    C
    অপটিক্যাল ফাইবার

    D
    অনলাইন সংবাদ মাধ্যম

    Note: - যোগাযোগ সহজ করার জন্যে অপটিক্যাল ফাইবার ছাড়াও ব্যবহার করা হচ্ছে- স্যাটেলাইট বা উপগ্রহ। - তথ্য দেওয়া নেওয়ার জন্যে দাঁড় করানো হয়েছে- ইন্টারনেট। - তথ্য দেওয়া নেওয়ার জন্যে যে হাইওয়ে তৈরি করা হয়েছে, তাকে বলা হয়- ইনফরমেশন সুপার হাইওয়ে।
    1. Report
  5. Question: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো-

    A
    নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন

    B
    পৃথিবীর যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা

    C
    তথ্য বিনিময়ের অবারিত সুযোগ

    Note: - তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানা রকম যন্ত্রপাতি ও কলাকৌশল নির্ভর করে- বিজ্ঞানের তথ্যের ওপর। - সারা পৃথিবীকে বদলে দেওযার বিপ্লব শুরু হয়েছে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের পলে। - ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
    1. Report
  6. Question: নিচের কোনটি প্রযুক্তি?

    A
    যোগাযোগ

    B
    তথ্য

    C
    রেডিও

    D
    উপাত্ত

    Note: Not available
    1. Report
  7. Question: বাংলাদেশের কোন অনুষ্ঠান থেকে কৃষক ইউনুস স্ট্রবেরি চাষে উৎসাহিত হন?

    A
    কৃষি দিবানিশি

    B
    মাটি ও মানুষ

    C
    মাটির দেশ

    D
    মাটির মানুষ

    Note: Not available
    1. Report
  8. Question: প্রয়োজন অনুসারে তথ্যসমূহ নিচের কোনটি মাধ্যমে নামানো যায়?

    A
    ক্যালকুলেটর

    B
    ইন্টারনেট

    C
    রেডিও

    D
    টেলিভিশন

    Note: Not available
    1. Report
  9. Question: সাগরের ঝড় বৃষ্টি হলে খুব তাড়াতাড়ি খবর পাওয়া যায় কোন মাধ্যমে?

    A
    মোবাইলে

    B
    কম্পিউটারে

    C
    রেডিওতে

    D
    সংবাদপত্রে

    Note: Not available
    1. Report
  10. Question: জেলেরা সাগরে মাছ ধরার সময় খবরাখবর পেতে কোন প্রযুক্তি ব্যবহার করে?

    A
    টেলিভিশন

    B
    মোবাইল

    C
    রেডিও

    D
    কম্পিউটার

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd