1. Question: ম্যাগনেসিয়াম-

    A
    সবুজ শাকসবজিতে পাওযা যায় না

    B
    এনজাইম বিক্রিয়া সাহায্য করে

    C
    দাঁতের শক্ত আবরণ গঠন করে

    Note: Not available
    1. Report
  2. Question: পানি খাদ্যের একটি অপরিহার্য উপাদান। এটি-

    A
    দেহে দ্রাবকরূপে কাজ করে

    B
    দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ করে

    C
    এর অভাব কোষ্ঠকাঠিন্য ঘটায়

    Note: Not available
    1. Report
  3. Question: রাফেজযুক্ত খাদ্য-

    A
    এর কিছু অংশ পরিপাক হয় না

    B
    মানবদেহে মল তৈরি করে

    C
    এটি শরীরের জন্যে নিরাপদ

    Note: Not available
    1. Report
  4. Question: নিয়মিত কোনটি খাওয়া উচিৎ?

    A
    শর্করা

    B
    আমিষ

    C
    শাকসবজি

    D
    সুষম খাদ্য

    Note: Not available
    1. Report
  5. Question: শরীর সুস্থ ও সবল রাখার জন্যে নিচের দরকার?

    A
    শর্করা জাতীয় খাদ্য গ্রহণ

    B
    প্রচুর শাকসবজি খাওয়া

    C
    সুষম খাদ্য গ্রহণ

    D
    নিয়মিত ব্যয়াম করা

    Note: Not available
    1. Report
  6. Question: সুষম খাবারে খাদ্যের কয়টি উপাদান থাকা উচিত?

    A

    B

    C

    D

    Note: Not available
    1. Report
  7. Question: শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, পানি ও খনিজ লবণ খাদ্যের উপাদান-

    A
    সুষম খাদ্য

    B
    দেহের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে

    C
    কর্মশক্তি উৎপাদন করে

    Note: Not available
    1. Report
  8. Question: সুষম খাদ্য খাওয়ার জন্য-

    A
    শর্করা বেশি খেতে হবে

    B
    যথেষ্ট শাকসবজি খেতে হবে

    C
    মিষ্টি, তেল জাতীয় খাবার বেশি খেতে হবে

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি অজীব উপাদান?

    A
    অ্যামিবা

    B
    পানি

    C
    গোলাপ

    D
    শামুক

    Note: - পরিবেশের প্রাণহীন সব উপাদান হলো- অজীব উপাদান। - মাটি, পানি, বায়ু- পরিবেশের অজীব উপাদান। অজীব উপাদানের আরেক না- জড় উপাদান।
    1. Report
  10. Question: পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের-

    A
    রাস্তাঘাট নির্মাণ করতে হবে।

    B
    পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে।

    C
    উদ্ভিদ ও প্রাণিকুলকে রক্ষা করতে হবে।

    Note: - পরিবেশের উপাদানসমূহের মধ্যে যদি কোনো কারণে পরিবর্তন ঘটে তবে জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হবে। - সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য পরিবেশ দূষণমুক্ত রাখতে হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd