1. Question: দ্রবণের উষ্ণতা বাড়ালে দ্রাবকের দ্রব গ্রহণের ক্ষমতা কী হয়?

    A
    কমে যায়

    B
    বেড়ে যায়

    C
    অপরিবর্তিত থাকে

    D
    প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়

    Note: Not available
    1. Report
  2. Question: সম্পৃক্ত দ্রবণে-

    A
    দ্রব যোগ করলে তা দ্রবীভূত হয়

    B
    দ্রব দিলে দ্রবণ অসমস্বত্ব হয়

    C
    দ্রব যোগ করলে তা দ্রবীভূত হয় না

    Note: Not available
    1. Report
  3. Question: অসম্পৃকত্ দ্রবণে-

    A
    দ্রব যোগ করলে দ্রবীভূত হয়

    B
    দ্রাবক যোগ করলে লঘু হয়

    C
    দ্রব দিলে দ্রবীভুত হয় না

    Note: Not available
    1. Report
  4. Question: ২৫ডিগ্রী সে. তাপমাত্রায় ১০০ গ্রাম পাণিতে-

    A
    লবণের দ্রবণয়িতা ৩৬ গ্রাম

    B
    সর্বোচ্চ ২১১.৪ গ্রাম চিনি দ্রবীভূত হতে পারে

    C
    চিনি দ্রবণীয়তা ১২১.৪ গ্রাম

    Note: Not available
    1. Report
  5. Question: লেবুর রস ও পাণির মিশ্রণ-

    A
    তরল-তরল দ্রবণ

    B
    সমস্বত্ব মিশ্রণ

    C
    এর দ্রব ও দ্রাবক উভয়ই তরল

    Note: Not available
    1. Report
  6. Question: দ্রব ও দ্রাবক উভয়ই তরল এইরূপ মিশ্রণ-

    A
    তরল-তরল দ্রবণ

    B
    তরল-গ্যাস দ্রবণ

    C
    ভিনেগার ও পানি

    Note: Not available
    1. Report
  7. Question: পুকুরের পানিতে-

    A
    দ্রাবক তরল ও দ্রব গ্যাসীয়

    B
    দ্রবীভূত অক্সিজেন থাকে

    C
    দ্রব ও দ্রাবক উভয় গ্যাসীয়

    Note: Not available
    1. Report
  8. Question: সেভেন আপ-

    A
    তরল-তরল দ্রবণ

    B
    তরল-গ্যাস দ্রবণ

    C
    কার্বন ডাই-অক্সাইড সংশ্লিষ্ট

    Note: Not available
    1. Report
  9. Question: দ্রবণ, তাপমাত্রা, দ্রাব্যতার ক্ষেত্রে-

    A
    উষ্ণতা বা তাপমাত্রার ওপর দ্রবের দ্রাব্যতা নির্ভর করে

    B
    দ্রবণের উষ্ণতা বাড়ালে দ্রাবকের দ্রব গ্রহণের ক্ষমতা বেড়ে যায়

    C
    নির্দিষ্ট উষ্ণতা সম্র্পক্ত দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে

    Note: Not available
    1. Report
  10. Question: একটি সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণে পরিণত হওয়ার ক্ষেত্রে-

    A
    দ্রবণের উষ্ণতা বাড়াতে হবে

    B
    সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করতে হবে

    C
    সম্পৃক্ত দ্রবণে আরও পানি যোগ করতে হবে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd