1. Question: সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে কী বলে?

    A
    স্থিতি

    B
    গতি

    C
    িআপেক্ষিক গতি

    D
    পরম স্থিতি

    Note: Not available
    1. Report
  2. Question: সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কী বলে?

    A
    দ্রুতি

    B
    বেগ

    C
    দূরত্ব

    D
    ত্বরণ

    Note: - নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রান্ত মোট দৈর্ঘ্য হলো- দূরত্ব। - গতিশীল বস্তুর এক সময়ে অতিক্রান ্ত দূরত্বকে বলা হয়- দ্রুতি। - সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয়- ত্বরণ।
    1. Report
  3. Question: ঘড়ির সেকেন্ডের কাটার গতি কোন ধরনের গতি?

    A
    চলন গতি

    B
    ঘূর্ণন গতি

    C
    দোলন গতি

    D
    পর্যাবৃত্ত গতি

    Note: - টেবিলের প্রয়ারের গতি, ঢালু তল দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতি- চলন গতি। - বৈদ্যুতিক পাখার গতি- ঘূর্ণণ গতি। - দেয়াল ঘড়ির দোলকের গতি- দোলন গতি।
    1. Report
  4. Question: সময়ের সাথে কোন ব্সতুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?

    A
    স্থিতি

    B
    বেগ

    C
    গতি

    D
    ত্বরণ

    Note: Not available
    1. Report
  5. Question: কোনো ব্সতুর স্থির বা গতিশীল তা বোঝা যায়-

    A
    সময়ের সাপেক্ষে অবস্থান নির্ণয় করে

    B
    পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান নির্ণয় করে

    C
    পর্যবেক্ষক ব্যতীত অবস্থান নির্ণয় করে

    Note: Not available
    1. Report
  6. Question: স্থিতিশীল বস্তু-

    A
    ঘরবাড়ি

    B
    পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন

    C
    রাস্তার পাশে ল্যাম্পপোস্ট

    Note: Not available
    1. Report
  7. Question: গতিশীল বস্তু হলো-

    A
    হেঁটে চলা লোক

    B
    চলন্ত সাইকেল

    C
    রাস্তার পাশে ল্যাম্পপোষ্ট

    Note: Not available
    1. Report
  8. Question: যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে কী বলে?

    A
    প্রসঙ্গ কাঠামো

    B
    অবস্থান বিন্দু

    C
    পরম কাঠামো

    D
    প্রসঙ্গ বিন্দু

    Note: Not available
    1. Report
  9. Question: প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কী নির্ণয় করা হয়?

    A
    আয়তন

    B
    বল

    C
    গতি

    D
    তাপমাত্রা

    Note: Not available
    1. Report
  10. Question: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয়ের জন্য কোনটি প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করবে?

    A
    সূর্য

    B
    চন্দ্র

    C
    তারা

    D
    পৃথিবী

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd