1. Question: যা কোনো স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে তাকে কী বরে?

    A
    শক্তি

    B
    কাজ

    C
    বল

    D
    ক্ষমতা

    Note: Not available
    1. Report
  2. Question: বলের প্রভাব নয় কোনটি?

    A
    বস্তুর আকার পরিবর্তন

    B
    বস্তুর আকৃতি পরিবর্তন

    C
    বস্তুর গতির পরিবর্তন

    D
    বস্তুর অবস্থার পরিবর্তন

    Note: Not available
    1. Report
  3. Question: বল কী?

    A
    ধাক্কা

    B
    চাপ

    C
    শক্তি

    D
    কাজ

    Note: Not available
    1. Report
  4. Question: একটি রাবারকে টানলে আকৃতির পরিবর্তন হয় কেন?

    A
    বলের প্রভাবে

    B
    তাপমাত্রার প্রভাবে

    C
    ক্ষমতার প্রভাবে

    D
    গতির প্রভাবে

    Note: Not available
    1. Report
  5. Question: একটি মার্বেল দিয়ে অন্য একটি মার্বেলকে আঘাত করলে-

    A
    ২য় মার্বেলটি স্থির থাকবে

    B
    ২য় মার্বেলটি গতিপ্রাপ্ত হবে

    C
    মার্বেলটি মাটির ঘর্ষণ বল দ্বারা পূনরায় স্থির হবে

    Note: Not available
    1. Report
  6. Question: বল প্রয়োগের ফলে-

    A
    স্থির বস্তুকে গতিশীল করা যায়

    B
    গতিশীল বস্তুকে স্থির করা যায়

    C
    গতিশীল বস্তুর গতির দিক অপরিবর্তিত থাকে

    Note: Not available
    1. Report
  7. Question: বল প্রয়োগের উদাহরণ হলো-

    A
    কম্পিউটারের মাউসে ক্লিক করা

    B
    মসলা পেষা

    C
    সাইকেলে প্যাডেলিং করা

    Note: Not available
    1. Report
  8. Question: কম বল প্রয়োগে অধিক কাজ করা যায় কোনিটির মাধ্যমে?

    A
    হাত পাখা

    B
    মোটর সাইকেল

    C
    জেনারেটর

    D
    লিভার

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোন যন্ত্র বল বৃদ্ধি করে কাজকে সহজ করে?

    A
    সরল যন্ত্র

    B
    জটিল যন্ত্র

    C
    গাড়ির ইঞ্জিন

    D
    বিমানের পাখা

    Note: Not available
    1. Report
  10. Question: সরল যন্ত্র কোনটি?

    A
    সেলাই মেশিন

    B
    সাইকেল

    C
    ট্রাক্টর

    D
    কাঁচি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd