Question:কৃষক শফিক সাহেব মুক্তিযুদ্ধের সময় যে বাহিনীর অন্তর্ভূক্ত ছিলেন তা মুক্তিবাহিনীর একটি অংশ । শফিক সাহেব কোন বাহিনীর অন্তর্ভূক্ত ছিলেন ? এ বাহিনীর সদস্যরাে কোথায় প্রশিক্ষন নিয়েছিল ? গেরিলা বাহিন সম্পর্কে তিনটি বাক্য লেখ ।
Answer
শফিক সাহেব গেরিলা বাহিনীর অন্তর্ভূক্ত ছিলেন । এ বাহিনীর সদস্যরা ভারতে প্রশিক্ষন নিয়েছির । গেরিলা বাহিনী সম্পর্কে তিনটি বাক্য - ১. গেরিলা বাহিনী অ্যাকশন গ্রুপ ও ইন্টেলিজেন্স গ্রুপ -এ বিভক্ত ছিল । ২. অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করতে এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত । ৩. ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত ।