আমাদের মুক্তিযুদ্ধ
  1. Question:মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন ? 

    Answer
    গ্রপ ক্যাপটেন এ কে খন্দকার

    1. Report
  2. Question:মুক্তিযুদ্ধের প্রিয় স্লোগান কী ছিল ? 

    Answer
    জয় বাংলা

    1. Report
  3. Question:মুক্তিযুদ্ধে কত লাখ বাঙ্গালী শহীদ হন ? 

    Answer
    ৩০ লাখ

    1. Report
  4. Question:হানাদারদের পথ চিনিয়ে সাহায্য করেছিল কারা ? 

    Answer
    রাজাকাররা

    1. Report
  5. Question:১৯৭১ সালের কত তারিখে যৌথবাহিনী গঠিত হয়েছিল ? 

    Answer
    ২১ এ নবেম্বর

    1. Report
  6. Question:১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান ভারতে আক্রমন করে ? 

    Answer
    ৩রা ডিসেম্বর

    1. Report
  7. Question:প্রতি বছর কত তারিখে আমরা বিজয় দিবস পালন করি ? 

    Answer
    ১৬ই ডিসেম্বর

    1. Report
  8. Question:কখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন ? 

    Answer
    ১৯৭২ সালের ৮ইস জানুয়ারী

    1. Report
  9. Question:মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয় । এ সরকার কত তারিখে গঠিত হয়েছিল ? এ সরকারের রাষ্পতি কে ছিলেন ? মুক্তিযুদ্ধে এ সরকারের ভূমিকা তিনটি বাক্য লেখ ? 

    Answer
    এ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রির গঠিত হয়েছিল । 
    এ সরকারের রাষ্টপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
    মুক্তিযুদ্ধে এ সরকারের ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য -
     ১.মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচারনায় মুক্তিবাহিনী গঠন করে ।
     ২.এ সরকারের অনুপ্রেরনায় অগনিত মানুষ দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ।
     ৩.দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ।

    1. Report
  10. Question:মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ই জুলাই একটি বাহিনী গঠন করা হয় । বাহিনীটির নাম কী ? বাহিনীটি কয়টি ব্রিগেড ফোর্সে ভিবক্ত ছিল ? বাহিনীটি সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    বাহিনীটির নাম মুক্তিবাহিনী ।
    মুক্তিবাহিনী তিনটি ব্রিগেড ফোর্সে ভিবক্ত ছিল 
    মুুক্তিবাহিনীর সম্পর্কে তিনটি বাক্য 
     ১. এ বাহিনীর প্রধান ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী 
     ২. যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সারা দেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয় ।
     ৩. এ বাহিনীকে নিয়মিত ও অনিয়মিত বাহিনীতে ভাগ করা হয়েছিল ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd