আমাদের মুক্তিযুদ্ধ
  1. Question:মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার কথন গঠিত হয় ? 

    Answer
    ১৯৭১ সালের ১০ই এপ্রিল ।

    1. Report
  2. Question:মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল ? 

    Answer
    মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আমবাগানে

    1. Report
  3. Question:মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যে বাংলাদেশে একটি সরকার গঠিত হয় । এ সরকার কত তারিখ গঠিত হয়েছিল ? এ সরকারের রাষ্টপতি কে ছিলেন ? মুক্তিযুদ্ধে এ সরকারের ভুমিকা তিনটি বাক্য লেখ ? 

    Answer
    এ সরকার  অর্থাৎ মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয়েছিল । 
    এ সরকারের রাষ্টপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
    মুক্তিযুদ্ধে এই সরকারের ভূমিকা সম্পর্কে তিনটি বাক্য ।
    ১. মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনী গঠন করে । 
    ২. এ সরকারের অনুপ্রেরনায় অগনিত মানুষ দেশকে মুক্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ।
    ৩.দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও সমর্থন আদায়ে গুরুত্বপু্র্ন ভূমিকা পালন করে ।

    1. Report
  4. Question:কীভাবে আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করেছি ? 

    Answer
    মুক্তিযুেদ্ধের মাধ্যমে

    1. Report
  5. Question:মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় কাকে ? 

    Answer
    জেনারেল মুহাম্মদ আতাউল গনি উসমানীকে

    1. Report
  6. Question:কোন অঞ্চল মক্তিযুদ্ধের সময় ৬নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ? 

    Answer
    ব্রক্ষপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যাতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও ।

    1. Report
  7. Question:মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ? 

    Answer
    ১১টি সেক্টরে ভাগ করা হয় ।

    1. Report
  8. Question:মুক্তিযুদ্ধের সময় কে ফোর্সের এর অধিনায়ক কে ছিলেন ? 

    Answer
    মেজর খালেদ মোশাররফ

    1. Report
  9. Question:কাদেরকে মুক্তিপৌজ বলা হতো ? 

    Answer
    বাঙ্গালী সামরিক অফিসার ও সেন্যদের নিয়ে গঠিত মুক্তিবাহিনিীর নিয়মিত বাহিনিীকে মুক্তিফৌজ বলা হয় ।

    1. Report
  10. Question:মুক্তিযুদ্ধে কারা অংশ নেয় ? 

    Answer
    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সশস্র বাহিনীর বাঙ্গালী সদস্যসহ নারী পুরুষ অংশ নেয় ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd