আমাদের মুক্তিযুদ্ধ
  1. Question:বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল ? 

    Answer
    পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় বুদ্ধিজীবিদের হত্যা করেছিল ।
    এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে  আবস্থান  নিয়েছিল । তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এসব বাহিনীর এদেশীয় সদস্যরা মুক্তিযোদ্ধা ও বুদ্বিজীবীদের নামের তালিকা তৈরী করে তা হানাদার বাহিনীকে দিত । শুধু তাই নয় ,
    রাজাকার বাহিনী হানাদারদের পথ চিনিয়ে ভাষা শিখিয়ে বুদ্ধিজীবী হত্যায় ভূমিকা রেখেছিল ।

    1. Report
  2. Question:আমরা এথন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি ? 

    Answer
    আমাদের মহান স্বাধীনতা দিবস ২৬- এ মার্চ , এ দিনটিকে আমরা জাতীয়ভাবে উদযাপন করে থাকি । দিনটি জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে শুুরু হয় । শিশু কিশোরদের সমাবেশ হয় । আমরা আমাদের বিদ্যালয়ে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহন করি । সেদিন কোন মুক্তিযোদ্ধার হাত থেকে পুরুস্কার পেলে নিজেকে ভাগ্যবান মনে করি । এদিনে রাস্টপতি , প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা বানী প্রদান করে থাকেন । যা পত্রিকা , রেডিও টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পারি । 
    স্বাধীনতা দিবসে আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরন করি , পাশাপাশি যে সকল মুক্তিযোদ্ধা আজ ও বেঁচে আছেন তাঁদের কাছ থেকে মুক্তিযোদ্ধার কাছ থেকে গল্প শুনি ।তাঁদের মতো দেশের জন্য কিছু করার অনুপ্রেরনা লাভ করি ।

    1. Report
  3. Question:বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল ? 

    Answer
    পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় বুদ্ধিজীবিদের হত্যা করেছিল ।
    এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে  আবস্থান  নিয়েছিল । তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এসব বাহিনীর এদেশীয় সদস্যরা মুক্তিযোদ্ধা ও বুদ্বিজীবীদের নামের তালিকা তৈরী করে তা হানাদার বাহিনীকে দিত । শুধু তাই নয় ,
    রাজাকার বাহিনী হানাদারদের পথ চিনিয়ে ভাষা শিখিয়ে বুদ্ধিজীবী হত্যায় ভূমিকা রেখেছিল ।

    1. Report
  4. Question:ফারিয়াদের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় অবস্থিত । তাদের এলাকাটি পূর্বে কী নামে পরিচিত ছিল ? 

    Answer
    বৈদ্যনাথতলা

    1. Report
  5. Question:মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ । এ সরকারের রাষ্টপতি কে ছিলেন ? 

    Answer
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

    1. Report
  6. Question:১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভেঙ্গে পাকিস্তান ও ভারত রাষ্টের জন্ম হয় । আমরা কোন রাষ্টের অধীরে ছিলাম ? 

    Answer
    পাকিস্তান

    1. Report
  7. Question:রাঙ্গামাটি জেলার পার্বত্য চট্রগ্রামের অন্তর্ভূক্ত একটি জেলা ? মুক্তিযুদ্ধের সময় এটি কোন সেক্টরের অধীনে ছিল 

    Answer
    ১ নম্বর সেক্টরের অধীনে ছিল

    1. Report
  8. Question:পর্যটন কেন্দ্র ‍কুয়াকাটা পটুয়াখালী জেলায় অবস্থিত । যুদ্ধের সময় এটি কত নং সেক্টরের অধীনে ছিল ? 

    Answer
    নয় নম্বর সেক্টরের অধীনে ছিল ।

    1. Report
  9. Question:১৯৭১ সালের ১১ই জুলাই গঠিত একটি বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ‍মুহাম্মদ আতাউল গনি উসমানী । বাহিনীটির নাম কী ? 

    Answer
    মুক্তিবাহিনী ।

    1. Report
  10. Question:তানিয়ার দাদা মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ অঞ্চলে যুদ্ধ করেছেন । এই এলাকাটি কত নং সেক্টরের অধীনে ছিল ? 

    Answer
    ১১ নং সেক্টরের অধীনে ছিল ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd