আমাদের মুক্তিযুদ্ধ
  1. Question:মুক্তিযুদ্ধের সময় শওকত সাহেব পাকিস্তান সেনাদের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন । তিনি গ্রুপের সদস্য ছিলেন ? 

    Answer
    ইন্টেলিজেন্স গ্রুপ

    1. Report
  2. Question:জুনায়েদের দাদা একজন সংগীত শিল্পী । মুক্তিযুদ্ধের সময় তাঁর মতো শিল্পীরা কীভাবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রানিত করতেন ? 

    Answer
    গানের মাধ্যমে ।

    1. Report
  3. Question:বাঙ্গালিদের মেধাশূন্য করার জন্য পাকিস্তানি বাহিনী ও তাঁদের এদেশিয় দোসররা কাদেরকে হত্যা করেছিল ? 

    Answer
    বুদ্ধিজীবীদের ।

    1. Report
  4. Question:১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানিী হানাদার বাহিনিী নিরীহ বাঙ্গালীদের উপর অতর্কিত আক্রমন করে । এই আক্রমনের নাম কী ছিল ? 

    Answer
    অপারেশন সার্চলাইট ।

    1. Report
  5. Question:অপারেশন জ্যাকপটে বাংলাদেশের পক্ষে একটি বাহিনী যুদ্ধ করে যায় প্রধান ছিলেন লেপটেন্যান্ট জগজিৎ সিং অরোরা বাহিনিীটির নাম কী ? 

    Answer
    মিত্রবহিনী

    1. Report
  6. Question:করিম সাহেব মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বের জন্য বাংলাদেশ সরকারের দ্বিতীয় বীরত্বসূচক উপাধি লাভ করেন । তিনি কোন উপাধি পেয়েছেন ? 

    Answer
    বীর উওম ।

    1. Report
  7. Question:ভাষা আন্দােলন কত সালে হয়েছিল ? 

    Answer
    ১৯৫২ সালে

    1. Report
  8. Question:৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল ? 

    Answer
    ১৯৬৬ সালে

    1. Report
  9. Question:১৯৭০ সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুম বিজয় লাভ করেছিল ? 

    Answer
    আওয়ামী লীগ

    1. Report
  10. Question:কখন থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় ? 

    Answer
    ১৯৭১ সালের ২৬-মার্চ থেকে ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd