বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী একটি বিশেষ হত্যাযজ্ঞ পরিচারনা করে । এ হত্যাযজ্ঞটি কখন পরিচালিত হয় ? এর মূল উদ্দেশ্য কী ছিল ? এ হত্যাযজ্ঞে শহিদ তিনজনের নাম লেখ । 

    Answer
    ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর এর মধ্যে এ হত্যাযজ্ঞটি পরিচালিত হয় । 
    বাঙ্গালি জাতিকে মেধাশুন্য করতে এবং বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে না দাড়াতে পারে সে উদ্দেশ্যই এ হত্যাযজ্ঞটি পরিচালিত হয়েছিল ।
    এ হত্যাযজ্ঞে শহিদ তিনজন হলেন 
     ১. অধ্যাপক আনোয়ার পাশা 
     ২. অধ্যাপক মুনীর চৌধুরী 
     ৩. অধ্যাপক মুফাজ্জর হায়দার চৌধুরী

    1. Report
  2. Question:রাফিদের স্কুলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান হচ্চিল । উক্ত দিবস কত তারিখে পালিত হয় ? দিবসটির তাৎপর্য চারটি বাক্য লেখ । 

    Answer
    রাফিদের স্কুলে উদযাপিত দিবসটি অর্থাৎ বিজয় দিবস ১৬ই ডিসেম্বর পালিত হয় । 
    ১৬ই ডিসেম্বরের তাৎপর্য সমর্কে চারটি বাক্য -
     ১. এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্নসমর্পন করেছিল ।
     ২. এ দিনে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট । 
     ৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তা অর্জিত হয় ১৬ই ডিসেম্বরে । 
     ৪. এ দিনে আমরা পরাধীনতার শৃঙ্খর থেকে মুক্ত হই ।

    1. Report
  3. Question:মুজিব নগর সরকার কবে গঠিত হয় ? এ সরকার সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় । মুজিবনগর সরকার সম্পর্কে চারটি বাক্য -
     ১. ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকর শপথ গ্রহন করে । 
     ২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন  এ সরকারের রাষ্ট্রপতি ।
     ৩. মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় । 
     ৪. এ সরকারের নেতৃত্বে সকল শ্রেনীর বাঙ্গালিরা দেশকে শত্রু মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন ।

    1. Report
  4. Question:মুক্তিযুদ্ধে সাধারন মানুষ কীভাবে অংশ নিয়েছিলেন পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    মুক্তিযুদ্ধে সাধারন মানুষ যেভাবে অংশ নিয়েছিলেন সে সম্পর্কিত পাঁচটি বাক্য -
     ১. মুক্তিযোদ্ধাদের আশ্রয় ‍দিয়ে 
     ২. খাদ্য দিয়ে 
     ৩. শত্র্রু সম্পর্কিত তথ্য সংগ্রহ করে 
     ৪. লড়াই চালিয়ে যেতে উদ্বুব্ধ করে । 
     ৫. যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করে ।

    1. Report
  5. Question:শহিদ বুদ্ধিজীবী দিবস আমরা কত তারিখে পালন করি ? চারজন শহিদ বুুদ্ধিজীবীর নাম লিখ । 

    Answer
    শহিদ বুদ্ধিজীবী দিবস আমরা ১৬ ডিসেম্বর পালন করি ।
    চারজন শহিদ বুদ্ধিজীবী হলেন -
     ১. অধ্যাপক রাশীদুল হাসান 
     ২. অধ্যাপক সন্তোস চন্দ্র ভট্রাচার্য 
     ৩. সাংবাদিক সেলিনা পারভিন 
     ৪. অধ্যাপক মুনির চৌধুরী

    1. Report
  6. Question:মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী সংগঠনগুলোর নাম লেখ । এ সংগঠনগুলোর কার্যক্রম তিনটি বাক্য লেখ । 

    Answer
    মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী সংগঠনগুলো হলো - শান্তি কমিটি রাজাকার আলবদর আলসামস ।
    মুক্তিযুুদ্ধে সংগঠনগুলোর তিনটি কার্যক্রম -
     ১. মুক্তিযুদ্ধের সময় বিরোধি ভূমিকা পালন করেছিল ।
     ২. এরা মুক্তিযুদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের সমর্থক সাধারন মানুষের নামের তালিকা তৈরী করে হানাদারদের দিয়েছিল ।
     ৩. তারা পাকিস্তানি বাহিনীকে পথ ঘাট চেনাতে ভাষা বুঝিয়ে দিতে এবং নির্যাতন ও তান্ডব চালাতে সাহায্য করেছিল ।

    1. Report
  7. Question:পাঁচটি বাক্য মুক্তিযুদ্ধের তাৎপর্য বর্ননা কর ? 

    Answer
    মুক্তিযুদ্ধে তাৎপর্য নিচে পাঁচটি বাক্য বর্ননা করা হলো -
     ১. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদেরে এই দেশ পেয়েছি ।
     ২. মুক্তিযুদ্ধের ফলেই পৃথিবীর বুকে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক । 
     ৩. আমরা পেয়েছি নিজস্ব একটি ভ-খন্ড, একটি স্বাধীন পতাকা । 
     ৪. পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা 
     ৫. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি ।

    1. Report
  8. Question:মুক্তিযুুদ্ধাদের রাষ্টীয় উপাধি কয়টি ? মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বিরত্বসূচক উপাধি কোনটি ? এ উপাধি প্রাপ্ত তিনজনের নাম লেখ । 

    Answer
    মুক্তিযুদ্ধাদের রাষ্টীয় উপাধি চারটি । 
    মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি হচ্চে বীরশ্রেষ্ঠ । 
     উপাধি প্রাপ্ত তিনজনের নাম হলো -
     ১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর,
     ২. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান । 
     ৩. সিপাহি মুস্তফা কামাল ।

    1. Report
  9. Question:সিপাহি বিদ্রোহের পাঁচটি কারন লেখ । 

    Answer
    ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেক আন্দোলন সংঘটিত হলেও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল সবচেয়ে সফল । এ বিদ্রোহের পাঁচটি কারন হলো -
     ১. কোম্পানীর সৈন্যবাহিনীতে ভারতের সৈন্য ছিল বেশি । তখন ৫০ হাজার ব্রিটিশ সৈন্যের সাথে ৩ লক্ষ ভারতীয় সৈনিক কাজ করত ।
     ২. ১৮৫৬ সালের পর ভারতীয় সেন্যদের ভারেতের বাহিরেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল ।
     ৩. কামান ও বন্দুকের কার্তুজ পিচ্চিল করার জন্য গরু শুকরের চর্বি ব্যাবহারের গুজব ‍নিয়ে ধর্মীয় অশান্তি তৈরী করা হয়েছিল ।
     ৪. সৈনিকদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরী হয়েছিল । 
     ৫. সাধারন মানুষও কাম্পানির শাসনের ওপর অসন্তুষ্ট ‍ছিল ।

    1. Report
  10. Question:ব্রিটিশ শাসনের দুইটি ভালো ও দুইটি খারাপ দিক উল্লেখ কর । 

    Answer
    প্রায় দু শত বছর চলা ব্রিটিশ শাসনের কিছু ভালেক ও কিছু খারাপ দিক রয়েছে । 
    ব্রিটিশ শাসনের ভালো দিক -
    ১. শিক্ষা ব্যাবস্থার উন্নতির জন্য নতুন নতুন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় একং ছাপাখানা প্রতিষ্ঠা করা হয় ।
    ২ যোগাযোগ ব্যাবস্থার উন্নতির জন্য সড়কপথ, রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফের প্রচলন করা হয় । 
     ‍ব্রিটিশ শাসনের খারাপ দিক -
    ১. ভাগ কর শাসন কর এই নীতির ফলে তারা এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ন জাতি এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি করেছিল ।
    ২.অল্প সংখক জমিদারের নিকট অনেক জমির মালিকানা চলে যায় বেশিরভাগ মানুষই ভূমিহীন ও গরিব হয়ে যায় ।
     ব্রিটিশদের শাসন ও শোসনের ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তনের সূচনা হয়েছিল ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd