বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:বাংলার নবজাগরনে কারা অবদান রেখেছেন ? 

    Answer
    উনিশ শতকে শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নতির ফলে বাংলায় নবজাগরন ঘটে । বাংলার নবজাগরনে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেথয়োগ্য হলেন -
    ১. রাজা রামমোহন রায় 
    ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
    ৩.নবাব আবদুল লতিফ 
    ৪. সৈয়দ আমীর আলী 
    উপরিউক্ত চারজন ছাড়াও বাংলার আরো অনেকে নবজাগরনে ভূমিকা রেখেছিলেন।

    1. Report
  2. Question:পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখ । 

    Answer
    বাংলার তরুন নবাব সিরাজ উদ-দৌলার সাথে তার পরিবারের কয়েক সদস্যর সম্পর্ক খারাপ ছিল । সেই সাথে কিছু ব্যাবসায়ী তার শাসনের বিরোধিতা ও ষড়যন্ত্র শুরু করে । 
    এ সুযোগে বাংলার সম্পদ লোভী ইংরেজরা ১৯৫৭ সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধে শিরাজ উদ - দৌলাকে পরাজিত করে ।
    এর ফলে বাংলায় ইংরেজ শাসন শুরু হয় । প্রায় দু-শত বছর বাংলার স্বাধীনতা ইংরেজদের হাতে চলে যায় । এতে করে বাংলার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক পরিবর্তন শুরু হয় । শিক্ষা ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের ফলে বাংলায় নবজাগরন ঘঠে ।
    তাই পলাশীর যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী ।

    1. Report
  3. Question:সিপাহি বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল ? 

    Answer
    ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল বাংলার ইতিহাসের গুরুত্বপুর্ন ঘটনা । সিপাহিদের দ্বারা এ বিদ্রোহ শুরু হলেও সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ।
    সিপাহি বিদ্রোহ বাংলায় শুরু হয়েছিল । পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডার নেতৃত্বে এ বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে ।
    কোম্পানির সৈনিকদের বিরুদ্ধে বাংলার সৈনিকদের বিদ্রোহের ফলে ভারতের অন্যাণ্য স্থানে  এ সংবাদ দ্রত  ছড়িয়ে পড়ে । ফলে সমগ্য ভারতে কোম্পানির সৈন্যদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয ।

    1. Report
  4. Question:সাহিত্যকগন রাজনৈতিক আন্দোলনে কী ধরনের ভূমিকা পালন করতে পারেন ? 

    Answer
    সাহিত্যকগন তাদের লেখার মাধ্যমে রাজনেতিক আন্দোলনে ভূমিকা পালন করতে পারেন ।
    ভারতবর্ষে শিক্ষার প্রসার ও নবজাগরনের ফলে দেশপ্রেমের বিস্তার ঘটে । দেশকেপ্রেমকে ধারন করে কবি যেমন কবিতা লেখেন, তেমনি গল্পকার গল্পকার গল্প লেখেন । নাট্যকার তার নাটকে দেশ প্রেমকে প্রাধান্য দিয়ে শাসন শোসনের বিষয়টিকে তুলে ধরেন । এমন করে কবিতা, গল্প, নাটক ও গানের মাধ্যমে বাঙ্গালীর মধ্যে স্বাধীকার চেতনার প্রসার ঘটে আর স্বাধিকার চেতনাই রাজনৈতিক চেতনাকে এগিয়ে নিয়ে যায় । 
    রাজনৈতিক আন্দোলনে বাংলার সাহিত্যকদের ভূমিকা ছিল অনন্য এদের মধ্যে কবি গুরু রবীনদ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় শরৎচন্দ্র ‍চট্রোপাধ্যায় উল্লেখযোগ্য । 
    তাই সাহিত্যগন তাদের লেখায় মানুষ সচেতন করার মাধ্যমে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে ।

    1. Report
  5. Question:বাংলার শেষ স্বাধীন নবাবের সময়ে ইংরেজ বনিকদের বানিজ্য সংস্থার নাম কী ছিল ? 

    Answer
    ব্রিটিশ ইস্ট ইন্ডয়া কোম্পানিী ।

    1. Report
  6. Question:১৬০১ সালে বানিজ্য পরিচালনার জন্য ভারতে একটি কো্ম্পানী প্রতিষ্ঠা করা হয় । কো্ম্পানীর নাম কী ? 

    Answer
    ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ।

    1. Report
  7. Question:বাংলার শেষ স্বাধীন নবাব মাত্র ২২ বছর বয়সে সিংহাসনে বসেন ? এ নবাবের নাম কী 

    Answer
    নবাব সিরাজ উদ দৌলা

    1. Report
  8. Question:ক নামক দেশে প্রায় দুই শত বছর বিদেশি শাসন অব্যাহত ছিল । ক দেশের মত আমাদের উপমহাদেশে কোন শাসন অব্যাহত ছিল ? 

    Answer
    ইংরেজ শাসন

    1. Report
  9. Question:১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত এদেশে একটি বিদেশি কোম্পানীর শাসন চলে । কোম্পানীর নাম কী ছিল ? 

    Answer
    ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কো্ম্পানী

    1. Report
  10. Question:ব্রিটিশ সরকার প্রচলিত একটি নীতির কারনে এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ন জাতি এবং অঞ্ছলভেদে বিভেদ সৃষ্টি হয় । এখানে কোন নীতির কথা বলা হয়েছে ? 

    Answer
    ভাগ কর শাসন কর নীতি ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd