Question:যদি রাস্তায় তিুমি কিছু টাকা পাও, তবে কী করবে?
Answer
রাস্তায় যদি আমি কিছু টাকা পাই তবে আমি তা নিয়ে আমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেব।
Question:যদি রাস্তায় তিুমি কিছু টাকা পাও, তবে কী করবে?
রাস্তায় যদি আমি কিছু টাকা পাই তবে আমি তা নিয়ে আমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেব।
Question:মানুষের কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে?
মানুষের যে গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে তা হলো- ১. সত্য মানুষকে ভালো কাজ করতে সাহায্য করে। ২. ন্যায়বোধ: ন্যায় বোধ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে ও ভালো কাজ করতে উৎসাহিত করে। ৩. সহযোগিতা: কেউ বিপদে পড়লে তাকে সাহায্য সজহযোগিতা করব। বিপদে তার পাশে দাঁড়াব। ৪. নৈতিক গুণ: নৈতিকগুণ মানুষকে ভালো ও আদর্শ মানুষ হতে সাহায্য করে। ৫. সততা: সততা একটি মহৎ গুণ। সততা মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে। ৬. শৃঙ্খলাবোধ: শৃঙ্খলাবোধ ভালো মানুষ গড়তে সহায়তা করে।
Question:তোমার কোন ভালো কাজের জন্য তুমি পরিচিত হতে চাও?
আমি কিছু ভালো কাজের মাধ্যমে সমাজে পরিচিত হতে পারি। যেমন- ১. সবার সাথে ভালো ব্যবহার করে। ২. সবসময় সত্য কথা বলে। ৩. অসহায় ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে। ৪. বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে। ৫. সমাজের নিয়ম নীতি মেনে চলে। এ গুণাবলি মেনে চলার মাধ্যমে আমি খুব সহজে সমাজে পরিচিত হতে পারব।
Question:ভালো মানুষের একটি গুণ উল্লেখ কর।
ভালো মানুষের একটি গুণ হলো তারা সর্বদা সত্য কথা বলেন।
Question:একজন ভালো মানুষ কী করেন? এক বাক্যে লেখ।
একজন ভালো মানুষ সবার সাথে ভালো ব্যবহার করেন।
Question:ভালো মানুষ বড় ও ছোটদের কী করেন?
ভালো মানুষ বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন।
Question:শিক্ষক ও বড়দের সাথে আমরা কেমন ব্যবহার করব?
শিক্ষক ও বড়দেরকে আমরা সবসময় সম্মান করব।
Question:কারা কারও ক্ষতি না করে উপকার করে?
ভালো মানুষেরা কারও ক্ষতি না করে উপকার করে।
Question:সবাইকে সমান চোখে দেখা কোন ধরনের কাজ?
সবাইকে সমান চোখে দেখা ভালো কাজ।
Question:তুমি সবসময় সত্য কথা বলো, অন্যকে বিপদে সাহায্য কর। সত্য কথা বলা কী ধরনের কাজ? এ ধরনের কাজের আরও চারটি উদাহরণ দাও।
সত্য কথা বলা ভালো কাজ। আরও চারটি ভালো কাজ হলো- ১. সবার সাথে ভালো ব্যবহার করা। ২. অন্যের উপকার করা। ৩. বড়দের সম্মান করা। ৪. সত্যি কথা বলা।