Question:ভালো মানুষের পাঁচটি গুণ উল্লেখ কর।
Answer
ভালো মানুষের বিভিন্ন গুণ থাকে। যেমন- ১. তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেন। ২. অন্যের ক্ষতি না করে উপকার করেন। ৩. সত্যি কথা বলেন। ৪. নিয়ম কানুন মেনে চলেন। ৫. কোনো মানুষকে কথা দিলে কথা রাখেন।