1. Question:বিদ্যালয় কেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে? 

    Answer
    বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আমরা অধিকাংশ সময় বিদ্যালয়ে কাটােই। এজন্য শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল সাজিয়ে রাখব। বিদ্যালয়ে আঙিনায় ফুল গাছ লাগাব ও পরিচর্যা করতে সাহায্য করব। খেলার মাঠের চারিদিকে গাছ লাগাব এবং যত্ন নেব। বিদ্যালয়ের সুনাম বাড়াতে আমাদেরকে অবশ্যই নিয়মিত লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

    1. Report
  2. Question:পরিবারে কে কে থাকেন? 

    Answer
    পরিবারে মা-বাবা, ভাই-বোন থাকেন।

    1. Report
  3. Question:বাড়ির আঙিনায় তুমি কী লাগাবে? 

    Answer
    বাড়ির আঙিনায় গাছ লাগাব।

    1. Report
  4. Question:খাবার ও পানি এনে বাড়ির কোথায় রাখব? 

    Answer
    খাবার পানিএনে খাবার টেবিলে রাখব।

    1. Report
  5. Question:তুমি বিদ্যালয়ে কর এমন একটি কাজের উদাহরণ দাও। 

    Answer
    আমি বিদ্যালয়ে করি এমন একটি কাজের উদাহরণ হলো-
    আমি বিদ্যালয়ে পড়ালেখা করি।

    1. Report
  6. Question:পরিবারের মঙ্গলে সকলেরই কাজ করা দরকার। বাড়ির কোথায় গাছ লাগাব? পরিবারের উন্নয়নে তুমি যে কাজ করতে পার তার মধ্যে চারটি কাজের নাম লেখ। 

    Answer
    বাড়ির আঙিনায় গাছ লাগাব। পরিবারের উন্নয়নে আমি যেসব কাজ করতে পারি তা হলো-
    ১. খাবার টেবিল গুছিয়ে রাখতে পারি।
    ২. হাঁস-মুরগি ও গরু-ছাগলকে খাবার দিতে পারি।
    ৩. উঠান ও বাড়ির আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখতে পারি।
    ৪. বাড়ির সবজি বাগান, ফুল ও ফলের গাছে যত্ন নিতে পারি।

    1. Report
  7. Question:মা, বাবা, ভাই, বোন কোথায় থাকে? তুমি পরিবারে প্রতিদিন যেসব কাজ কর তার মধ্যে চারটি কাজের নাম লেখ। 

    Answer
    পরিবারে মা, বাবা, ভাই, বোন থাকে। আমি পতিদিন পরিবারে যেসব কাজ করি তার মধ্যে চারটি কাজ হলো-
    ১. পড়ার টেবিল, বই, খাতা ইত্যাদি গুছিয়ে রাখি।
    ২. পোশাক সুন্দর করে সাজিয়ে রাখি।
    ৩. ফুল ও ফল গাছে সকাল বিকালে পানি দিই।
    ৪. বাড়ির উঠান ও আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখি।

    1. Report
  8. Question:বিদ্যালয়ে আমরা শেখার জন্যযাই। বিদ্যালয়ে পড়ার সময় কোথায় গণ্ডগোল করব না? বিদ্যালয়ের উন্নয়নে তুমি যা কিছু কর তার মধ্যে চারটি কাজের উল্লেখ কর। 

    Answer
    বিদ্যালয়ে পড়ার সময় শ্রেণিকক্ষে গণ্ডগোল করব না। বিদ্যালয়ের উন্নয়নে যেসব করি তার মধ্যে-
    ১. শ্রেণিকক্ষের চেয়ার টেবিল সাজিয়ে রাখি। 
    ২. বিদ্যালয়ের লেখার বোর্ড পরিষ্কার রাখি।
    ৩. বিদ্যালয়ের খেলার মাঠের চারিদিকে গাছ লাগাতে সাহায্য করি।
    ৪. শিক্ষকের নানা কাজে সাহায্য করি।

    1. Report
  9. Question:পরিবারের কী কী কাজে আমরা সাহায্য করি। 

    Answer
    পরিবারের নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। মা-বাবার বিভিন্ন কাজে সাহায্য করে একটি সুখী পরিবার গড়ে তুলতে পারি। তাই আমি প্রতিদিন ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব। মাকে বলব আমার কাজ ঠিকমতো হয়েছে কিনা তা দেখতে। আর বড় ছোট ভাই-বোনকে বলব আমার কাজে সাহায্য করতে।

    1. Report
  10. Question:তুমি পরিবারে কী কী কাজে সাহায্য কর। 

    Answer
    আমি পরিবারে যেসব কাজে সাহায্য করি-
    ১. আমি বই, খাতা, কলম, ব্যাগ ইত্যাদি গুছিয়ে রাখি।
    ২. চোট ভাই-বোনদের জিনিসপত্র গুজিয়ে রাখি।
    ৩. নিজের পোশাক গুছিয়ে রাখি।
    ৪. খাবার টেবিলে খাবার এনে সাহায্য কর।
    ৫. বাবাকে হাত-মুখ ধোয়ার পানি এনে দিই।
    ৬. মাকে রান্নার কাজে বিভিন্ন জিনিস এনে দিই।
    ৭. আমি ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি।
    ৮. গোসলের স্থান পরিষ্কার করি।
    ৯. বাড়ির আঙিনা পরিষ্কার করি।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd