1. Question:১৬ই ডিসেম্বরকে কেন বিজয় দিবস বলা হয় পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। এই দিনে বাংলাদেশেল মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় সূচিত হয়। আমার পাই স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। তাই ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস বলা হয়।

    1. Report
  2. Question:নববর্ষ আমার কীভাবে পালন করি, পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    পহেলা বৈশাখে আমরা নববর্ষ পালন করে থাকি। এ উপলক্ষে বিভন্ন গান-বাজনা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। এসব মেলায় নানা রকমের খেলনা, হাঁড়িপাতিল, পুতুল ও বিভিন্ন রকমের মিষ্টি, কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব খিলতে শুরু করেন। এ উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

    1. Report
  3. Question:২১শে ফেব্রয়ারি কী দিবস? 

    Answer
    ২১শে ফেব্রুয়ারি আমাদের শহিদ দিবস, যা আন্তর্জঅতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত।

    1. Report
  4. Question:২১শে ফেব্রুয়ারি কাদের স্মৃতিতে পালন করা হয়? 

    Answer
    ভাষা শহিদদের স্মৃতিতে এই দিবসটি পালন করা হয়।

    1. Report
  5. Question:বাংলাভাষার জন্য কখন আন্দোলন হয়েছিল? 

    Answer
    বাংলাভাষার জন্য ১৯৫২ সালে আন্দোলন হয়েছিল।

    1. Report
  6. Question:কয়েকজন ভাষা শহিদদের নাম বল? 

    Answer
    কয়েকজন ভাষা শহিদদের নাম হলো- সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর।

    1. Report
  7. Question:শহিদদের স্মরণে কোন শহিদমিনার নির্মাণ করা হয়েছে? 

    Answer
    শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদমিনার নির্মাণ করা হয়েছে।

    1. Report
  8. Question:আমাদের দেশে বাংলা ভাষা ছাড়া আরও কী কী ভাষা আছে? 

    Answer
    আমাদের দেশে বাংলা ভাষা ছাড়া আরও অনেক ভাষা আছে। সেগুলো হলো- ইংরেজি, হিন্দি, আরবি, সাঁওতালি, চাকমা ইত্যাদি।

    1. Report
  9. Question:রাষ্ট্রভাষার দাবিতে বাঙালিরা কেন আন্দোলন করেছেন? 

    Answer
    ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এই দাবিতে বাঙালিরা আন্দোলন করেছিল। কারণ পাকিস্তানি শাসকেরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তারা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু পূর্ব পাকিস্তানের বেশির ভাগ মানুষের ভাষা ছিল বাংলা। তাই বাঙালিার তা মেনে নেয়নি। তারা বাংলাকে রাষ্ট্রভাভা করার দাবি তোলে। ফলে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেন।

    1. Report
  10. Question:বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কোন কোন তারিখে পালন করা হয়? 

    Answer
    বাংলাদেশেল স্বাধীনতা দিবস পালন করা হয ২৬শে মার্চ এবং বিজয় দিবস পালন করা হয় ১৬ই ডিসেম্বর।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd