1. Question:শহিদ দিবস কখন পালন করা হয়? 

    Answer
    ২১শে ফেব্রয়ারি শহিদ দিবস পালন করা হয়।

    1. Report
  2. Question:১৯৭১ সালে কারা পরাজিত হয়েছে? 

    Answer
    ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়েছে।

    1. Report
  3. Question:জাতয়ি স্মৃতিসৌধ কোথায়? 

    Answer
    জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সভারে অবস্থিত।

    1. Report
  4. Question:মানুষ স্মৃতিসৌধে কী দিয়ে শ্রদ্ধা জানান? 

    Answer
    মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    1. Report
  5. Question:প্রতিবছর আমরা আমাদের বিদ্যালয়ে কীভাবে শহিদ দিবস, স্বাধীনতা দিবস, ও বিজয় দিবস পালন করতে পারি? 

    Answer
    প্রতিবছর আমরা আমাদের বিদ্রালয় যেভাবে এই তিনটি দিবস পালন করতে পারি তা পরিকল্পনা হলো-
    শহিদ দিবস:
    ১. বিদ্যালয়ে পোশাকে কালো ব্যাজ পড়ে সমবেত হই। 
    ২. খুব ভোরে ফুল হাতে আমরা বিদ্যালয়ের শহিদমিনারে যাব।
    ৩. শহিদদের প্রতি খালি পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব।
    ৪. এ সময় আমরা সবাই মিলে একুশের গান গাইব।
    
    স্বাধীনতা দিবস:
    ১. প্রতিবছর ২৬শে মার্চ শহিদদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিতে যাব।
    ২. শহিদদের আত্মার মাগফেরাত কামনা করব।
    ৩. বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান যেমন- কবিতা আবৃত্তি, ছড়া, দেশাত্মবোধক গান ইত্যাদির আয়োজন করব।
    
    বিজয় দিবস:
    ১. এ দিনে বিদ্যালয়ে সবাই মিলে জাতীয় সংগীত গাইব।
    ২. বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক প্রভৃতির আয়োজনে অংশ নেব।
    ৩. বিভিন্ন জায়গায় বিজয় মেলা বসবে।

    1. Report
  6. Question:তোমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন করার পরিকল্পনা লেখ। 

    Answer
    আমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন করার পরিকল্পনা লেখ-
    ১. পহেলা বৈশাখের আগের দিন বিদ্যালয়ের মাঠসহ সকল কিছুর দরকারি সংস্কার করা।
    ২. পহেলা বৈশাখে বর্ণাঢ্য র‌্যালির ব্যবস্থা করা হবে এবং সেখানে সকল ছাত্রছাত্রী অংশ নেওয়া।
    ৩. বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া।
    ৪. প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে বিদ্যালয় পাঙ্গণে মেলার আয়োজন।
    ৫. অভিভাবক ও এলাকার সম্মানিত ব্যক্তিদের পহেলা বৈশাখে আমন্ত্রণ।
    ৬. মেলায় বন্ধুরা সবাই মিলে অনেক মজা করা।

    1. Report
  7. Question:বাংলাদেশের জনস্যখ্যার ঘনত্ব কত? 

    Answer
    বাঙলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন লোক বাস করে।

    1. Report
  8. Question:বাংলাদেশের নারী অথবা পুরুষ, কাদের সংখ্যা বেশি? 

    Answer
    বাংলাদেশে নারী অপেক্ষা পুরুষের সংখ্যা বেশি।

    1. Report
  9. Question:ছোট পরিবারের একটি সুবিধার কথা লেখ। 

    Answer
    ছোট পরিবারের সবার প্রয়োজন মেটানো সম্ভব নয়।

    1. Report
  10. Question:যানবাহন ব্যবস্থার উপর অধিক জনসংখ্যার প্রভাব কী? 

    Answer
    জনসংখ্যা অধিক হলে সীমিত যানবাহনের উপর চাপ পড়ে। মানুষের যাতায়াত কঠিন হয়। যানবাহনের সংখ্যা কম হলে রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ে। এজন্য বাস, ট্রেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হয়। এর ফলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। মানুষ মারা যায়। আমাদের দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায়, লঞ্চ ডুবিতে অনেক লোক মারা যায়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd