1. Question:চাকমা সার্কেলের প্রধান কে? 

    Answer
    চাকমা সার্কেলের প্রধান চাকমা রাজা।






    1. Report
  2. Question:গারোদের আদি ধর্মের নাম কী ছিল? 

    Answer
    গারোদের আদি ধর্মের নাম ছিল সাংসারেক।






    1. Report
  3. Question:গারোদের প্রধান দেবতার নাম কী ছিল? 

    Answer
    গারোদের প্রধান দেবতার নাম ছিল ‘তাতারা রাবুকা’।






    1. Report
  4. Question:গারোদের শ্রেষ্ঠ উৎসব কী? 

    Answer
    গারোদের শ্রেষ্ঠ উৎসব ‘ওয়ানগালা’।






    1. Report
  5. Question:চাকমা সম্প্রদায়ের সামাজিক জীবন সম্পর্কে লেখ। 

    Answer
    চাকমা সমাজের মূল অংশ পরিবার। কতকগুলো চাকমা পরিবার নিয়ে গঠিত আদম বা পাড়া। কতকগুলো পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। পাড়ার প্রধানকে বলা হয় হেডম্যান। হেডম্যান মৌজার শান্তি-শৃঙ্খলা রক্ষা করেন। কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাকা। চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক। চাকমা সমাজ পিতৃসূত্রীয়। চাকমা সমাজ পিতৃসূত্রীয়। চাকমা পরিবারে পিতাই প্রধান। তারপের মা ও জ্যেষ্ঠ পুত্রের স্থান।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd