Question:ভূমিকম্পের সময় কী ব্যবহার করা যায় না?
Answer
ভুমিকম্পের সময় লিফট ব্যবহার করা যায় না।
Question:ভূমিকম্পের সময় কী ব্যবহার করা যায় না?
ভুমিকম্পের সময় লিফট ব্যবহার করা যায় না।
Question:পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ কী?
পডরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ বন উজাড়করণ।
Question:কেন ভূমিধস ঘটে থাকে?
বাড়ি বৃষ্টিপাতের ফলে ভূমিধস ঘটে থাকে।
Question:বৈশ্বিক উষ্ণতা বৃদ্দির একটা কারণ উল্লেখ কর।
বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। তাছাাড়া এসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্যও গ্রিনহাউস গ্যঅস বৃদ্ধি করছে। শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ, সিসা ও আর্সেনিক নির্গত হয়। এটাও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ।
Question:দুর্যোগের ধরন সম্পর্কে ব্যাখ্যা কর।
দুর্যোগ দুই ধরনের। যথা- প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবঙ তার ওপর সাধারণত মানুষের হাত থাকে না কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকান্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে।
Question:দুর্যোগের সময় খাবার পানি কীভাবে পান করতে হবে?
দুর্যোগে বিশুদ্ধ বা নিরাপদ পানি পান করতে হবে। যে টিউবওয়েলের মুখ পানিতে ডোবেনিেএমন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ। প্রয়োজনে পানি ভালোভাবে ফুটিয়ে কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করে পান করতে হবে।
Question:নদীভাঙন মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে লেখ।
কোথাও নদীভাঙনের আশঙ্কা দেখা দিলে প্রথমেই জীবন ও সম্পদ রক্ষার প্রস্তুতি নিতে হবে। কোথাও আশ্রয় নেওয়া যায় তা আগে থেকেই ঠিক করতে হবে। তাছাড়া সময় থাকতে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী, প্রসূতি ও প্রতিবন্দীদের নিরাপদ আশ্রয়ে বা আত্মীয়ের বাড়ি পাঠাতে হবে। বাড়ির হাঁস, মুরগি, গরু ছাগল নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে। ঘরের মূল্যবান সামগ্রী ও দলিলপত্র আগে থেকে নিরাপদ স্থানে সরাতে হবে। ভাঙন কাছাকাছি আসার আগেই ঘর নিরাপদ স্থানে সরাতে হবে।
Question:বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা বলতে কী বোঝ?
বাংলাদেশের কোনো কোনো অঞ্চল বেশি রকম ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে। এগুলোকে বলা হয় বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা। যেমন- দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। দেশের অন্যন এলাকার যে ভূমিকম্পের আশঙ্ক নেই তা নয়।
Question:আইলা ও সিডরে ক্ষয়ক্ষতির বর্ণনা দাও।
আইলা ও সিডর দুটি প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ দুটিতে আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া বিস্তীর্ণ জনপদে লবণাক্ত পানি ঢুকে ফসলাদি, বাড়িঘর ও অন্যান্য প্রতিষ্ঠা ব্যাপক ক্ষতি হয়েছে। খাবার পানির তীব্র অভাব দেখা দিয়েছে। সুন্দরবনের প্রায় এক-চতুর্থাংশ বন নষ্ট হয়েছে। জীবনবৈচিত্র্য ও মৎস্য সম্পদের অনেক ক্ষতি হয়েছে।
Question:পৃথিবীর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেন?
নানা কারণে পৃথিবীর উষ্ণায়ন ঘটছে। ফলে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এর নানারকম নেতিবাচক প্রভাব রয়েছে। ইতোমধ্যে অনেক দেশেই এসব ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের এই নেতিবাচক প্রভাবের কারণেই পৃথিবীর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।