1. Question:আঞ্চলিক ভাষার অীভধান কে সংকলন করেছেন? 

    Answer
    ড. মুহম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার আভিধান সংকলন করেছেন।






    1. Report
  2. Question:স্থাপত্যকলায় গগনচুম্বী ভন নির্মাণ পদ্ধতির প্রবর্তক কে? 

    Answer
    স্থাপত্যকলায় গগনচুম্বী ভবন নির্মাণ পদ্ধতির প্রবর্তক এফ আর খান।






    1. Report
  3. Question:কীসের ক্ষেত্রে ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রভাব চিরস্মরনীয়? 

    Answer
    উচ্চঙ্গ সংগীত চর্চার ক্ষেত্রে উপমহাদেশ খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রভাব চিরস্মরণীয়।






    1. Report
  4. Question:বাঙালির ঐতিহ্যবাহী ঘর কীসের তৈরি? 

    Answer
    বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর হলো মাটির তৈরি ও বাঁশের তরজার ছাউনিযুক্ত দোচালা, চারচালা, এমনকি আটচালা ঘর।






    1. Report
  5. Question:পোড়ামাটির প্রচুর কাজ আছে কোথায়? 

    Answer
    পোড়ামাটির প্রচুর কাজ আছে পাহাড়পুরের সোমপুর বিহারে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd