Question:শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
Answer
শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তার পরিবার।
Question:শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
শিশুর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তার পরিবার।
Question:টেলিভিশন কাদের ওপর বেশি প্রভাব বিস্তার করে?
টেলিভিশন শিশু-কিশোরদের ওপর বেশি প্রভাব বিস্তার করে।
Question:সামাজিককীকরণে স্থানীয় সমাজের ভূমিকা লেখ।
বাবা-মা বা পরিবারের পর স্থানীয় সমাজই শিশুর সমাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশের মানুষের আচার-আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা ও মুল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে।
Question:সামাজিকীকরণের কোন মাধ্যমে শিশু গুণাবলি বিকাশে সহায়তা করে, ব্যাখ্যা কর।
সমাজিকীকরণে সমবয়সী বা সঙ্গীর মাধ্যমে শিশুর গুণাবলি বিকাশে সহায়তা করে। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। এখানে খেলার সাথিরা একে অপরের কাজে থেকে অনেক কিছু শেখে। কথাবার্তা, আচার-আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয়
Question:ব্যক্তির সামাজিকীকরণে সংবাদপত্রের ভূমিকা বর্ণনা কর।
সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান মাধ্যম। আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে। তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে।