1. Question:বায়ুর মূল উপাদান কী কী? 

    Answer
    বায়ুর মূল উপাদান হলো- নাইট্রোজেন ও অক্সিজেন।

    1. Report
  2. Question:কোনগুলো মনুষ্য সৃ্ষ্ট গ্রিনহাউস গ্যাস? 

    Answer
    সিএফসি (ফ্লোরো ফ্লোরো কার্বন) এবং এইসিএফসি (হাউড্রো ফ্লোরো ফ্লোরো কার্বন), হ্যালন ইত্যাদি মনুষ্য সৃষ্ট গ্রিনহাউস গ্যাস।

    1. Report
  3. Question:সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপেস্ফিয়ারের গড় উচ্চতা কত কিমি? 

    Answer
    সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপেস্ফিয়ারের গড় উচ্চতা ১২ কিমি।

    1. Report
  4. Question:সমুদ্রপৃষ্ঠ থেকে ওজন স্তরের গড় উচ্চতা কত কিমি? 

    Answer
    সমুদ্রপৃষ্ঠ থেকে ওজন স্তরের গড় উচ্চতা ২৪ কিমি

    1. Report
  5. Question:ম্যানগ্রোভ ফরেস্ট কোনদিকে বলা হয়? 

    Answer
    সুন্দরবনকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়।

    1. Report
  6. Question:সমুদ্রের পানি মাটির কী ক্ষতি করে? 

    Answer
    সমুদ্রের পানি মাটির মাটির উর্বরাশক্তি নষ্ট করে।

    1. Report
  7. Question:কত সালে জাপানে ভয়াবহ সুনামি হয়? 

    Answer
    ২০১১ সালে জাপানে ভয়াবহ সুনামি হয়।

    1. Report
  8. Question:কোথায় জলবায়ুর পরিবর্তন হচ্ছে? 

    Answer
    জলবায়ুর পরিবর্তন হচ্ছে সারা পৃথিবীতে।

    1. Report
  9. Question:একটি দেশের মো্ট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 

    Answer
    একটি দেশের মোট আয়তরেন ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।

    1. Report
  10. Question:বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণ কী? 

    Answer
    বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণ হলে জলবায়ুর পরিবর্তন।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd