Question:কোন কারণগুলো কিশোরদের অপরাধী করে তোলে?
Answer
দারিদ্র, পিতামাতার অবহেলা, চিত্তবিনোদনের অভাব প্রভৃতি কারণে কিশোরদের অপরাধী করে তোলে।
Question:কোন কারণগুলো কিশোরদের অপরাধী করে তোলে?
দারিদ্র, পিতামাতার অবহেলা, চিত্তবিনোদনের অভাব প্রভৃতি কারণে কিশোরদের অপরাধী করে তোলে।
Question:বাংলাদেশে কোন বয়সের অপরাধকে কিশোর অপরাধ বলা হয়?
বাংলাদেশে ৭-১৬ বছর সয়সের অপারাধকে কিশোর অপরাধ বলা হয়।
Question:কিশোর অপরাধ কাকে বলে?
কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকে কিশোর অপরাধ বলে।
Question:থাইল্যান্ড ও পাকিস্তানে কিশোর অপরাধের বয়সসীমা কত?
থাইল্যান্ড ও পাকিস্তানে কিশোর অপরাধের বয়সসীমা ৭ - ১৮ বছর।
Question:কিশোরদের মানসিক বিকাশের জন্য কী প্রয়োজন?
কিশোরদের মানসিক কিবাশের জন্য পাঠাগার ও ব্যায়ামাগার প্রয়োজন।
Question:বর্তমান সমাজে কীসের অপব্যবহার কিশোরদের অপরাধের দিকে ধাবিত করে?
বর্তমান সমাজে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার কিশোরদের অপরাধের দিকে ধাবিত করে?
Question:কিশোররা কিভাবে ধুমপানের অভ্যাস গড়ে তোলে
কিশোররা কৌতুহলবশত ধুমপানের অভ্যাস গড়ে তোলে।
Question:কিশোর অপরাধ দূরীকরণে বিদ্যালয়ের পরিবেশ কেমন হতে হবে?
কিশোর অপরাধ দূরীকরণে বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও বন্ধু ভাবাপন্ন হতে হবে।
Question:মাদকাসক্তি রোধে কোন প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে?
মাদকাসক্ত রোধে ‘মাদককে না বলুন’- এই প্রতিজ্ঞায় তরুণদের উদ্বুদ্ধ করতে হবে।
Question:কিশোর মনে হতাশা সৃষ্টির কারণ কী?
কিশোর মনে হতাশা সৃষ্টির কারণ হলো- পারিবারিক অশান্তি, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা, প্রিয়জনের মৃত্যু ইত্যাদি।