1. Question:পরিকল্পিতভাবে জনসম্পদ উন্নয়নের উপায়সমূহ কী? 

    Answer
    বাংলাদেশে পরিকল্পিতভাবে জনসম্পদ উন্নয়নের জন্য কতকগুলো পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন। এসব পদক্ষেপ বা উপায়সমূহ হচ্ছে- শিক্ষার প্রতি গুরুত্বারোপ, সীমিত জনসংখ্যা, বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ, পরিবারিক ও সামাজিক সম্প্রীতি, রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারি পৃষ্ঠপোষকতা।

    1. Report
  2. Question:চামড়া ও চামড়াজাত দ্রব্য কোন কোন দেশে রপ্তানি করা হয? 

    Answer
    চামড়া ও চামড়াজাত দ্রব্য বাংলাদেশের ৪র্থ গুরুত্বপূর্ণ রপ্তানিযোগ্য পণ্য। বাংলাদেশে চামড়া ও চামড়াজাত দ্রব্যসামগ্রী রাশিয়া, হাঙ্গেরী, পোল্যান্ড, জাপান, প্রভৃতি দেশে রপ্তানি করা হয়।

    1. Report
  3. Question:খুলনা নিউজপ্রিন্ট কারখানা সম্পর্কে লেখ। 

    Answer
    খুলনা শহরের অদূরে ভৈরব নদীর তীরে খালিশপুর নামক স্থানে বাংলাদেশের ২য় বৃহত্তম কাগজের কল খুলনা নিউজপ্রিন্ট কারখানা অবস্থিত। এটা ১৯৫৯ সালে স্থাপিত হয়। সুন্দর বনের গেওয়া ও অন্যান্য নরম কাঠ এর প্রধান কাঁচামাল। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪৫ হাজার মেট্রিকটন নিউজপ্রিন্ট, ১৩ হাজার টন ছাপার কাগজ ও ১০ হাজার টন মেকানিক্যাল ও টিস্যু পেপার।

    1. Report
  4. Question:বাংলাদেশের আমদানির সংক্ষিপ্ত বিবরণ দাও। 

    Answer
    দেশের চাহিদা মেটানেরা জন্য যখন অন্য দেশ থেকে স্বদেশে কোনো পণ্য সামগ্রী আনা হয় তখন তাকে আমদানি বলে। বাংলাদেশে বিদেশ থেকে খাদ্যশস্য, ভোজ্য তেল, চিনি, পশমি বস্ত্র, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, ঘড়ি, ওষুধ, বিভিন্ন বিলাসমাসগ্রী প্রভৃতি আমদানি করে থাকে। এছাড়াবাংলাদেশ বিদেশ থেকে বিভিন্ন দ্রব্যের মধ্যে যন্ত্রপাতি, কলকব্জা, রেল ইঞ্জিন, গাড়ি, মোটর সাইকেল, কৃষি যন্ত্রপাতি প্রভৃতি আমদানি করে থাকে।

    1. Report
  5. Question:পৃথিবীর মোট রাষ্ট্র কয়টি? 

    Answer
    পৃথিবীর মোট রাষ্ট্র ১৯৬টি।

    1. Report
  6. Question:প্রথম বিশ্বযুদ্ধ চলে কত সাল পর্যন্ত? 

    Answer
    প্রথম বিশ্বযুদ্ধ চলে ১৯১৪ সাল পর্যন্ত।

    1. Report
  7. Question:দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে কত সাল পর্যন্ত? 

    Answer
    দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে ১৯৩৯ সাল ১৯৪৫ সাল পর্যন্ত।

    1. Report
  8. Question:কত সালে লীগ অব নেশনস গঠিত হয়? 

    Answer
    ১০২০ সালে লীগ অব নেশনস গঠিত হয়।

    1. Report
  9. Question:কত সালে জাপারেন কোথায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়? 

    Answer
    ১৯৪৫ সালের ৬ই ও ৯ই আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।

    1. Report
  10. Question:কত সালে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে? 

    Answer
    ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd