1. Question:ভাষা কাকে বলে? 

    Answer
    যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে মানুষের মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। যেমন: বাংলা, ইংরেজি, আরবি ভাষা।

    1. Report
  2. Question:বাংলা ভাষা কাকে বলে? 

    Answer
    বাঙালিরা যে ভাষায় কথা বলে তাকে বাংলা ভাষা বলে।

    1. Report
  3. Question:মাতৃভাষা কাকে বলে? 

    Answer
    শিশু জন্মের পর তার মায়ের নিকট থেকে শুনে যে ভাষায় কথা বলে তাকে মাতৃভাষা বলে।

    1. Report
  4. Question:বাংলা ভাষার কয়টি রূপ ও কী কী? 

    Answer
    বাংলা ভাষার দুটি প্রধান রূপ রয়েছে। একটি কথ্য রূপ, অপরটি লেখ্য রূপ।

    1. Report
  5. Question:বাংলা ভাষা কয় প্রকার ও কী কী? 

    Answer
    বাংলা ভাষা দুই প্রকার। যথা: সাধু ভাষা ও চলিত ভাষা।

    1. Report
  6. Question:সাধু ভাষা ও চলিত ভাষা বলতে কী বোঝ? উদাহরণ দাও। 

    Answer
    সাধু ভাষা : যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বিদ্যমান থাকে, তাকে সাধুভাষা বলে।
    উদাহরণ : তাহারা কাজ করিতেছে।
    চলিত ভাষা : যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে বিদ্যমান থাকে, তাকে চলিত ভাষা বলে। 
    উদাহরণ : তারা কাজ করছে।

    1. Report
  7. Question:ব্যাকরণ শব্দের অর্থ কী? 

    Answer
    যে বই পড়লে শুদ্ধভাবে কথা বলার ও লেখার নিয়ম-কানুন শেখা যায় তাকেব্যাকরণ বলে।

    1. Report
  8. Question:ব্যাকরণ কাকে বলে? 

    Answer
    যে বই পড়লে শুদ্ধভাবে কথা বলার ও লেখার নিয়ম-কানুন শেখা যায় তাকে ব্যাকরণ বলে।

    1. Report
  9. Question:বাংলা ব্যাকরণ কাকে বলে? 

    Answer
    যে বই পাঠ করলে বাংলা শুদ্ধরূপে বলতে, লিখতে ও পড়তে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ।

    1. Report
  10. Question:বর্ণ কাকে বলে? 

    Answer
    প্রত্যেকটি ধ্বনিকে লিখে বোঝানোর জন্যে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। যেমন : অ, আ, ক, খ ইত্যাদি।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd