1. Question:উৎপত্তিগত দিক থেকে শব্দ কত প্রকার ও কী কী? 

    Answer
    উৎপত্তিগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা : 
    ১. তৎসম শব্দ
    ২. অর্ধ-তৎসম শব্দ, 
    ৩. তদ্ভব শব্দ,
    ৪. দেশি শব্দ
    ৫. বিদেশি শব্দ

    1. Report
  2. Question:অর্থ অনুসারে শব্দ কত প্রকার ও কী কী? 

    Answer
    অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। যথা:
    ১. যৌগিত শব্দ,
    ২. রূঢ়ি শব্দ,
    ৩. যোগরূঢ় শব্দ

    1. Report
  3. Question:বাক্য কাকে বলে? 

    Answer
    কতকগুলো শব্দ একত্র হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে? যেমন : আমি এই স্কুলে পড়ি।

    1. Report
  4. Question:বাক্য কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও। 

    Answer
    বাক্য তিন প্রকার। যথা : ক. সরল বাক্য, খ. জটিল বাক্য ও গ. যৌগিত বাক্য।
    উদাহরণ :
    সরল বাক্য- সীমা স্কুলে যাচ্ছে।
    জটিল বাক্য- আমি জানতাম, সে জিতবেই।
    যৌগিক বাক্য- অনি পড়ছে এবং মনি লিখছে।

    1. Report
  5. Question:একটি বাক্যে কয়টি অংশ থাকে ও কী কী? বুঝিয়ে লেখো। 

    Answer
    একটি বাক্যে দুটি অংশ থাকে। যথা : উদ্দেশ্য ও বিধেয়। বাক্যে যার সর্ম্পকে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয তাকে বিধেয় বলে। যেমন: ছেলেরা মাঠে খেলছে। এ বাক্যটিতে ছেলেরা উদ্দেশ্য এবং মাঠে খেলছে বিধেয়।

    1. Report
  6. Question:বিরামচিহ্ন কাকে বলে ? উদাহরণ দাও। 

    Answer
    বাক্যে কোথায় কতটুকু থামতে হবে তা বোঝানোর জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাদের বিরামচিহ্ন বলে।
    যেমন-
    আপামনি, আমাদের একটা অনুরোধ আছে।
    উপরের বাক্যটিতে কমা ও দাঁড়ি ব্যবহার করা হয়েছে। এগুলো বিরামচিহ্ন।

    1. Report
  7. Question:প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন বসাও। সীমা খুশিতে হাততালি দিল বলল হ্যাঁ খালুজান বুঝেছি আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই 

    Answer
    সীমা খুশিতে হাততালি দিল। বলল, হ্যাঁ খালুজান,  বুঝেছি। আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই।

    1. Report
  8. Question:প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন সবাও। রাজা একদিন গল্প করছিলেন সঙ্গে ছিল রানি আর তিন কন্যা রাজা তাঁর কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন কে তাঁকে কী রকম ভালোবাসে 

    Answer
    রাজা একদিন গল্প করছিলেন। সঙ্গে ছিল রানি আর তিন কন্যা। রাজা তাঁর কন্যাদের জিজ্ঞেস করলেন, এক সহজ প্রশ্ন। কে তাকে কী রকম ভালোবাসে?

    1. Report
  9. Question:প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন সবাও। এক ছিল কুঁজো বুড়ি তিনটি কুকুর রঙ্গা বঙ্গা আর ভুতো বুড়ি ঠিক করল নাতনির বাড়ি যাবে 

    Answer
    এক ছিল কুঁজো বুড়ি। তিনটি কুকুর রঙ্গা, বঙ্গা আর ভুতো। বুড়ি ঠিক করল নাতনির বাড়ি যাবে।

    1. Report
  10. Question:পদ কাকে বলে? পদ কয় প্রকার ও কী কী? 

    Answer
    বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। যেমন: আমি স্কুলে যাব। এখানে প্রত্যেকটি শব্দ একটি পদ।
    পদ পাঁচ প্রকার। যথা: ১. বিশেষ্য, ২. বিশেষণ, ৩. সর্বনাম, ৪. অব্যয়, ৫. ক্রিয়া।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd