Question:মেহমানের সাথে ভালো ব্যবহার সম্পকেৃ মহানবি (স) কী বলেছেন?
Answer
যারা আমাদের বাড়িতে বেড়াতে আসেন তাঁরা আমাদের মেহমান। মেহমানের ভালো ব্যবহার সম্পকেৃ মহানবি (স) বলেছেন, ‘যে ব্যীক্ত আল্লাহ ও আখিরাতে ইমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে।’ আমাদের মহানবি (স) মেহমানের সাথে সুন্দর ব্যবহার করতেন। নিজেই তাদের সেবা করতেন। যত্ন করে খাওয়াতেন ও সম্মান দিতেন।