1. Question:একজন বই বিক্রেতা গণিত বই বিক্রয়ের ক্ষেত্রে ২০ টাকায় ৪ টাকা কমিশন দিলে ৫ টাকা লাভ হয় । ক. দোকারদার শতকরা কত টাকা কমিশন দেন ? ২ খ. প্রতি কপি গণিত বইয়ের প্রকৃত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য কত ? ৪ গ. এক হাজার কপি গণিত বই বিক্রয় করলে দোকানদারের কত লাভ হবে ? ৪ 

    Answer
    ক. কমিশন ও বিক্রয়মূল্যের অনুপাত = `৪/(২০) = ১/৫`
    
      :. শতকরা কমিশন দেয় =` (১/৫ xx ১০০) % = ২০% `
    
      উত্তর : ২০%
    
     খ. ’ক’ হতে পাই, 
    
       ১০০ টাকায় কমিশন দেয় ২০ টাকা 
    
      :. ১     ,,     ,,       ` (২০)/(১০০) `  ,,
    
      :.  ১২০   ,,     ,,      `(২০ xx ১২০)/(১০০)` 
    
                = ২৪ টাকা
    
     :. বইয়ের বিক্রয়মূল্য = (১২০ - ২৪) টাকা 
    
                          = ৯৬ টাকা   (উত্তর)
    
    
     গ. ২০ টাকায় লাভ হয় ৫ টাকা
    
      :. ১     ,,     ,,       ,,     `৫/(২০)`    ,,
    
      :.   ১২০      ,,        ,,     `(৫ xx ১২০)/(২০)`   ,,
    
                       = ৩০ টাকা
    
      অর্থাৎ ১ টি বইয়ে লাভ হয় ৩০ টাকা
    
      :.  ১০০০    ,,         ,,        ,,     ` (৩০ xx ১০০০)`  ,,
    
                     = ৩০০০০ টাকা
    
      উত্তর : ৩০০০০ টাকা ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd