Question:তথ্যের পাঁচটি উৎসের নাম লেখ।
Answer
তথ্যের পাঁচটি উৎসের নাম হলো- ১. টেলিভিশন; ২. রেডিও; ৩. খবরের কাগজ; ৪. বই; ৫. ইন্টারনেট।
Question:তথ্যের পাঁচটি উৎসের নাম লেখ।
তথ্যের পাঁচটি উৎসের নাম হলো- ১. টেলিভিশন; ২. রেডিও; ৩. খবরের কাগজ; ৪. বই; ৫. ইন্টারনেট।
Question:তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন?
নতুন কিছু শেখার জন্যে তথ্য জানতে হয়। সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্যেও প্রয়োজনীয় তথ্য জানা জরুরী। সঠিক তথ্য অন্যকে জানালে সেও উপকৃত হয়। সঠিক তথ্য আদান প্রদানের মাধ্যমে সমাজও উপকৃত হয়। উদাহরণস্বরূপ, ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের আশংকা জানা থাকলে তা অন্যদেরকেও জানানো যায়। আর সেভাবে প্রস্তুতিও নেয়া যায়।
Question:তথ্য কী?
তথ্য হচ্ছে কোনো ব্যক্তি,বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান।
Question:আমরা আবহাওয়ার তথ্য পেতে পারি কোনটি থেকে?
টেলিভিশন বা রেডিও।
Question:নতুন কিছু শিখতে হলে আমাদের কী জানতে হবে?
তথ্য।
Question:তথ্য আদান প্রদানের প্রক্রিয়া কোনটি?
যোগাযোগ।
Question:তথ্যের একটি উৎসের নাম লিখ।
টেলিভিশন।
Question:আগের দিনে মানুষের আঁকা তথ্যের আদান-প্রদানের একটি উপায় লেখ।
আগের দিনে মানুষের আঁকা তথ্যের আদান-প্রদানের একটি উপায় হলো- ছবি আঁকা।
Question:তথ্য আদান-প্রদানের ১টি মাধ্যমের নাম লেখ।
তথ্য আদান-প্রদানের ১টি উন্নত মাধ্যম হলো- ইন্টারনেট।
Question:কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞানকে কী বলে? তথ্য পাওয়া যায় এমন চারটি উৎসের ব্যবহার লিখ।
তথ্য। তথ্য পাওয়ার উৎসের চারটি ব্যবহার হলো- ১. যোগাযোগের মাধ্যমে। ২. বিদ্যালয়ের নোটিশের মাধ্যমে। ৩. টেলিভিশনের মাধ্যমে। ৪. ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা বিষয়ে তথ্য।