1. Question:সুন্দর জীবনযাপনের জন্য তথ্য কেন এত গুরুত্বপূর্ণ তা পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    আমাদরে প্রতিদিনের জীবনযাপনের জন্য তথ্য প্রয়োজন। এসব তথ্যের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। যদি আবহাওয়া খারাপ থাকে তা আমরা টেলিভিশন বা রেডিওতে জানতে পারি। খবরের কাগজ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। তাই সুন্দর জীবনযাপনের জন্য তথ্য গুরুত্বপূর্ণ।

    1. Report
  2. Question:মাহির বাবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়েন। তিনি এটি পড়ে কী পেতে পারেন? এটি পাবার চারটি মাধ্যমের নাম লিখ। 

    Answer
    তিনি সংবাদপত্র পড়ে বিভিন্ন ধলনের তথ্য পেয়ে থাকেন।
    তথ্য পাওয়ার চারটি মাধ্যম হলো: ১. রেডিও, ২. টেলিভিশন, ৩. সংবাদপত্র, ৪. ইন্টারনেট।

    1. Report
  3. Question:যোগাযোগ কী? পাঠ্যপোস্তক থেকে আমরা কী পাই? তথ্য আদান-প্রদানের তিনটি প্রযুক্তির উদাহরণ দাও। 

    Answer
    তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। পাঠ্যপুস্তক থেকে আমরা বিজ্ঞান ও বিভিন্ন বিষয়ের তথ্য পাই। তথ্য আদান-প্রদানের তিনটি প্রযুক্তি হলো:
    ১. চিঠিপত্রের আদান-প্রদান।
    ২. কথা বলার জন্য টেলিফোন বা মোবাইল ফোন।
    ৩. ই-মেইলে তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট।

    1. Report
  4. Question:জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কী হবে? 

    Answer
    জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হবো। যেমন- খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়তে থাকলে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। পানি, বায়ু ও মাটি দূষিত হবে। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যাবে।

    1. Report
  5. Question:প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম লেখ। 

    Answer
    প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম হলো-
    ১. উদ্ভিদ; ২. প্রাণী; ৩. মাটি; ৪; পানি এবং ৫. বায়ু।

    1. Report
  6. Question:জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে কী প্রভাব ফেলে তা নিচের লেখা শব্দগুলো ব্যবহার করে ২টি বাক্যে লেখ। প্রাকৃতিক, ধ্বংস, প্রাকৃতিক পরিবেশ, প্রচুর 

    Answer
    উপরের লেখা শব্দ ব্যবহার করে ‘পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব’ এ বিষয়ে ২টি বাক্য হলো-
    ১. জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়।
    ২. জনসংখ্যা বাড়লে প্রচুর প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয়।

    1. Report
  7. Question:বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় উপাদান কতটি? 

    Answer
    বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় উপাদান পাঁচটি।

    1. Report
  8. Question:প্রাকৃতিক সম্পদ কী? 

    Answer
    প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাপ্ত সম্পদই প্রাকৃতিক সম্পদ।

    1. Report
  9. Question:মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কোনটি ধ্বংস করেছে? 

    Answer
    মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেছে।

    1. Report
  10. Question:পরিবার কাকে বলে? 

    Answer
    মা-বাবা, ভাই-বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন নিয়ে গঠিত হয় পরিবার।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd