Question:মহাবিশ্ব সম্পর্কে তোমার ধারণা পাঁচটি বাক্যে লেখ।
Answer
চাঁদ, সূর্য , পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ নানা বস্তু নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এই বিশাল সৌরজগৎ মহাবিশ্বের একটি সদস্যমাত্র। সূর্যের মত অসংখ্য নক্ষত্র মিলে তৈরি হয় এক একটি গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ ছায়াপথ নামক এটি গ্যালাক্সির অংশ। এরকম বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদরে মধ্যবর্তী স্থান মিলে গঠিত হয়েছে মহাবিশ্ব।