Question:শিফা ভুগোল বই থেকে পৃথিবীর একমাত্র উপগ্রহের কথা জানলো। সে কোন উপগ্রহের কথা জানলো? পৃথিবী থেকে এর দূরত্ব কত? এই উপগ্রহ থেকে পৃথিবীতে আলো পৌছাতে কত সময় লাগে? উপগ্রহটি কিসের আলো প্রতিফলিত করে?
Answer
শিফা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের কথা জেনেছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কি.মি। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে। চাঁদ দূর্যের আলো পতিফলিত করে।