Question:চিত্রে একটি আয়তকার বাক্স দেখানো হয়েছে । ক. পরিমাপ কী ? খ. দৈঘ্যের একক কিভাবে নির্ধারিত হয়েছে ? গ. চিত্রের বাক্সটির আয়তন কত নির্ণয় কর । ঘ. অন্য কোনো পদ্ধতিতে বাক্সটির আয়তন নির্ণয় সম্ভব কিনা যুক্তি দিয়ে বিশ্লেষণ কর । 

Answer ক. কোনো কিছুর পরিমাপ নির্ণয় করাকে পরিমাপ বলা হয় । খ. বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দৈঘ্যের একক মিটার নির্ধারণের প্লাটিনপম ইরিডিয়ান নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দন্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন । এরপর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঐ দুইটি নিদিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা এক মিটার হিসাবে নির্ধারণ করেন । গ. চিত্রের বাক্সটির দৈঘ্য = ১১ সে.মি. প্রস্থ = ৩ সে.মি উচ্চতা = ৫ সে.মি বাক্সটির আকৃতি আয়তকার । সুতরাং বাক্সটির আয়তন = দৈঘ্য প্রস্থ উচ্চতা = (১১ ৩ ৫) সে.মি = ১৬৫ সে.মি :. বাক্সটির আয়তন = ১৬৫ সে.মি ঘ. অন্য পদ্ধতিতে বাক্সটির আয়তন বের করা সম্ভব । এজন্য বাক্সটিকে একটি পানিপূর্ন মাপচোঙের মাঝে ডুবাতে হবে । প্রথমে একটি মাপচোঙে পানি নিয়ে বাক্সটি পানিতে ডুবানোর পূর্বে পাঠ নিতে হবে । এক্ষেত্রে অবশ্য মাপচোঙকে সে. মি এককে দগাঙ্কিত থাকতে হবে । এরপর মাপচোঙে বাক্সটি ডুবালে বাক্সটির আয়তনের সমপরিমান পানি সরে যাবে । 

+ Report
Total Preview: 1784
chitre akti ayotkar bakox dekhano hoyeche . k. parimap ki ? kh. doighjer akok kivabe nirodharit hoyeche ? g. chitrer bakoxtir ayotn koto nirony kar . gh. onno kono padhtite bakoxtir ayotn nirony shombobo kina jukti diye bisholeshn kar .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd