Home  • General Knowledge • History

jellyfish - জেলিফিশ

3167 3163 জেলিফিশ এক ধরণের অমেরুদেণ্ডী প্রাণী যাদের পৃথিবীর সব মহাসাগরে দেখতে পাওয়া যায়। নামে "ফিশ" হলেও এটি মাছ নয়; এর মেরুদণ্ড নেই। ঘন্টাকৃতি জেলীসদৃশ প্রাণীটি প্রাণীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণীর অন্তর্গত। জেলিটিন সমৃদ্ধ ছাতার মত অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা - এ দুই অংশে প্রাণীটির দেহ গঠিত। অন্তত ৫০০০ কোটি বছর ধরে সাগরে এদের বাস। পরিচ্ছেদসমূহ ১ প্রজনন ২ জীবনকাল ৩ বাসস্থান ৪ প্রকারভেদ ৪.১ বক্স জেলিফিশ ৫ তথ্যসূত্র প্রজনন যৌন ও অযৌন উভয় পদ্ধতিতেই এরা প্রজনন করে থাকে। পূর্ণবয়স্ক হলে এবং পর্যাপ্ত খাবার পেলে এরা নিয়মিত ডিম দেয়। বেশিরভাগ প্রজাতিতেই ডিম দেওয়া আলোকের উপস্হিতির উপর নির্ভর করে। জেলিফিশ সাধারণ একলিঙ্গ প্রাণি। জীবনকাল জেলিফিশের জীবনকাল কয়েকঘন্টা (ছোট আকারের কিছু হাইড্রোমিউডিসি(hydromedusae) থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। প্রজাতিভেদে জীবনকাল ও দোহবয়ব ভিন্ন হতে পারে। বাসস্থান বেশিরভাগ জেলিফিশ সামুদ্রিক জীব হলেও স্বাদুপানিতেও কিছু (যেমন ;হাইড্রোমিউডিসি (hydromedusae)) দেখা যায়।[৪] কিছু জেলিফিশ আবার শুধু লেকেই বাস করে। যেমন পালাউ (Palau) এর জেলিফিশ হৃদে এমনটি দেখা যায়। বক্স জেলিফিশ একে অনেকসময় সামুদ্রিক ভীমরুল বলেও আখ্যায়িত করা হয়। এছাড়াও একে মৃত্যুর বাক্সও বলা হয় (box of death)। এর আছে লম্বা কর্ষিকা যা নেমাটোসিস্ট ও বিষ বহন করে। এর হুলের আঘাত প্রাণঘাতী হতে পারে এবং মাত্র চার মিনিটেই শিকারকে মেরেও ফেলতে পারে অর্থ্যাৎ সাপের বিষকেও হার মানিয়ে দেয়। এগুলোর বিষ-রোধক এখনো আবিষ্কৃত হয়নি। বাস উত্তর অষ্ট্রেলিয়ায়।

Comments 1


[url=http://www.kishorkanthabd.com/2012/03/নাম-তার-জেলিফিশ/]Read more about জেলিফিশ[/ur]

Share

About Author
Israt  Jahan
Copyright © 2024. Powered by Intellect Software Ltd